বুধবার রাজ্যে আসছে মুখ্য নির্বাচন কমিশনার সুনীল অরোরার নেতৃত্বে কমিশনের তিন সদস্যের ফুল বেঞ্চ, তার মধ্যে বাকি দুজন হলেন সুশীল চন্দ্রা ও রাজীব কুমার।
নির্বাচন কমিশন সূত্রের খবর, কাল, বুধবার সন্ধ্যায় কলকাতায় পৌঁছেই কমিশনের ফুল বেঞ্চ প্রাথমিক ভাবে মুখ্য নির্বাচনী আধিকারিক ও কমিশনের নোডাল অফিসার তথা রাজ্য পুলিশের এডিজি (আইনশৃঙ্খলা)-র সঙ্গে রাজ্যের সার্বিক পরিস্থিতি নিয়ে বৈঠক করবেন।সম্প্রতি, রাজ্য সফরে এসেছিলেন উপ-মুখ্য নির্বাচন কমিশনার সুদীর জৈন। জেলাশাসক দের সাথে তার বৈঠকে যে সমস্ত পয়েন্টগুলি তিনি তুলে ধরেছিলেন তার সম্পর্কিত কাজগুলি যাতে তাঁর কথামতো হয় সেদিকে নজর রেখেছেন তিনি। পাশাপাশি নির্বাচনের আগে হিংসাকে রুখতে জেলা আধিকারিক ও পুলিশ সুপারদের নির্দেশ দিয়েছিলেন সুদীপ জৈন। শুধু তাই নয় পাশাপাশি রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলেছিলেন উপ নির্বাচন কমিশনার।
বৃহস্পতিবার সকালে স্বীকৃত রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিদের সঙ্গে আলাদা আলাদা সাক্ষাৎ করবে ফুল বেঞ্চ। এমনকি বিরোধী রাজনৈতিক দলগুলোর সাথে দেখা করবেন তারা বিরোধী দলগুলি থেকে জানানো হয়েছে জাতি রাজ্যের মানুষ তাদের উপর আস্থা রাখতে পারে সে ক্ষেত্রে ভোট ঘোষণার আগেই পর্যাপ্ত পরিমাণ কেন্দ্রীয় বাহিনী নিয়োগ করার আবেদন জানাবেন তারা। শাসকদল সূত্রের খবর, ভোট কেনাবেচা বন্ধে কমিশন যাতে সক্রিয় হয়, তারা সেই দাবি জানাবে।