তিন দফায় হবে বিহারের বিধানসভা নির্বাচন, জানালেন মুখ্য নির্বাচন কমিশনার সুনীল আরোরা

user
0 0
Read Time:2 Minute, 19 Second

বেজে গেল বিহার বিধানসভা ভোটের দামামা। শুক্রবার নির্ঘন্ট জানিয়ে দিল নির্বাচন কমিশন। মোট তিন দফায় বিহারে নির্বাচন হবে বলে এদিন জানিয়েছেন মুখ্য নির্বাচন কমিশনার সুনীল আরোরা। প্রথম দফা ২৮ অক্টোবর, দ্বিতীয় দফা ৩ নভেম্বর এবং তৃতীয় দফা ৭ নভেম্বর ভোটগ্রহণ। নির্বাচনের ফলাফল ঘোষণা হবে ১০ নভেম্বর। ৮ অক্টোবর প্রার্থীদের মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন। মনোনয়ন তুলে নেওয়ার শেষ দিন ১২ অক্টোবর। এদিকে, করোনার জেরে ভোটগ্রহণে বেশ কিছু সতর্কতা অবলম্বন করা হয়েছে। যেমন সামাজিক দুরত্ব বেজায় রাখতে বাড়ানো হয়েছে বুথের সংখ্যা। তেমনই বুথ পিছু ভোটারের সংখ্যা কমিয়ে ১৫০০ থেকে ১০০০ করা হয়েছে। অন্যদিকে, নির্বাচনী প্রচারের ক্ষেত্রে কোনও জন সমাবেশ ডাকতে পারবেন না প্রার্থীরা। সেক্ষেত্রে ভার্চুয়াল সভা করার নির্দেশ প্রার্থীদের। এ বারে ভোটগ্রহণের জন্য এক ঘণ্টা বেশি সময় বরাদ্দ করা হয়েছে। শেষ এক ঘণ্টায় ভোট দিতে পারবেন কোভিড পজিটিভ রোগীরা।

৮০ বছরের ঊর্ধ্বে যাঁদের বয়স, তাঁদের জন্য পোস্টাল ব্যালটের ব্যবস্থা করা হবে। সেইসঙ্গে ইভিএম-এর বোতাম টেপার আগে প্রত্যেক ভোটারকে গ্লাভস দেওয়া হবে। করোনা আবহে নির্বাচন রীতিমত চ্যালেঞ্জ নির্বাচন কমিশনের কাছে। তবে বিহার ভোটের পর কমিশনের সেই চ্যালেঞ্জ শেষ হবে না। বরং সেই ভোট দিয়ে একাধিক রাজ্যের বিধানসভা ভোটের দামামা বেজে যাবে। বিশেষত বাংলার ভোটে বড়সড় পরীক্ষার মুখে পড়তে হবে কমিশনকে।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

থেমে গেল সুর

প্রয়াত সনামধন্য সঙ্গীত শিল্পী এস পি বালসুব্রহ্মণ্যম। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৪ বছর। এস পি বালসুব্রহ্মনিয়মের মৃত্যুর পর প্রধানমন্ত্রী টুইটারে লেখেন, ”এস পি বালসুব্রহ্মনিয়মের মৃত্যু দুর্ভাগ্যজনক। সঙ্গীত জগতের কাছে এটা একটা অপূরণীয় ক্ষতি। ওঁর সুরেলা কণ্ঠ এবং সংগীত কয়েক দশক ধরে শ্রোতাদের মোহিত করেছে। এই কঠিন সময়ে আমি ওঁর পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। ওঁর আত্মার […]

Subscribe US Now

error: Content Protected