ইতিহাস গড়ল ইসরো, ৩৬টি স্যাটেলাইট নিয়ে উৎক্ষেপণ ভারতীয় রকেটের। এম ভারত নিউজ

Mbharatuser

উল্লেখ্য, ভারতীয় রকেট এলভিএম থ্রি ৪৩.৫ মিটার লম্বা এবং এর ওজন ৬৪৩ টন

0 0
Read Time:3 Minute, 10 Second

৩৬ কৃত্রিম উপগ্রহ নিয়ে একটি রকেট লঞ্চ করল ইসরো। রবিবার সকালে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর শ্রীহরিকোটা স্পেসপোর্ট থেকে এই স্যাটেলাইটগুলি উৎক্ষেপণ করা হয়। ওয়ানওয়েব ইন্ডিয়া-২ মিশনের অধীনে এই স্যাটেলাইটগুলি উৎক্ষেপণ করা হয়েছে বলে জানা গিয়েছে। শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে মার্ক-৩ রকেটের মাধ্যমে নিয়ে যাওয়া হয়েছে কৃত্রিম উপগ্রহগুলিকে।
লোয়ার আর্থ অরবিটে এই স্যাটেলাইট গুলি পাঠানো হবে বলে ইসরোর তরফে জানা গিয়েছে। গত বছরও এই সংস্থার একাধিক স্যাটেলাইট উৎক্ষেপন করেছিল ইসরো।

উল্লেখ্য, ভারতীয় রকেট এলভিএম থ্রি ৪৩.৫ মিটার লম্বা এবং এর ওজন ৬৪৩ টন। অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার দ্বিতীয় লঞ্চ প্যাড থেকে আজ সকালে ৫৮০৫ কেজি ওজনের ৩৬টি জেন ওয়ান স্যাটেলাইট নিয়ে রকেটটি উৎক্ষেপণ করা হয়। ইসরো এই রকেট উৎক্ষেপণের মাধ্যমে ব্রিটেনের একটি সংস্থার উপগ্রহ উৎক্ষেপন করা হয়েছে। ব্রিটেনের ওয়ানওয়েব গ্রুপের ৩৬টি স্যাটেলাইট মহাকাশে পাঠালো ভারতীয় সংস্থা। ব্রিটেনের ওই সংস্থা সফল উৎক্ষেপণের ভিডিয়ো শেয়ার করেছে নিজেদের টুইটার হ্যান্ডল থেকে। সেই টুইটে ইসরোকে ধন্যবাদ জানিয়েছে ব্রিটেনের সংস্থা ওয়ানওয়েব। এই স্যাটেলাইট প্রতিস্থাপন ইসরোর দ্বারা এ বছরের দ্বিতীয় প্রতিস্থাপন।

উল্লেখ্য, ওয়ানওয়েবে বিনিয়োগ রয়েছে ভারতী এয়ারটেল গ্রুপের। মহাকাশে ওয়ানওয়েবের ৫৮২টি উপগ্রহ রয়েছে। আজকের সফল উৎক্ষেপণের ফলে সেই সংখ্যা ৬১৮-য় পৌঁছে যাবে। এর ফলে বিশ্বব্যাপী প্রসার ঘটবে ভারতী গ্রুপের। প্রসঙ্গত, এর আগে ২০২২ সালের ২৩ অক্টোবর অন্ধপ্রদেশের শ্রীহরিকোটা থেকে উৎক্ষেপণ করা হয়েছিল আরও ৩৬টি উৎক্ষেপণ করা হয়েছিল। মোট ৭২টি উপগ্রহ উৎক্ষপেণেক জন্য দুই ধাপে হাজার কোটি টাকার চুক্তি সাক্ষর করেছিল। এর আগে রাশিয়ার মহাকাশ সংস্থার সঙ্গে কাজ করেছিল ওয়ানওয়েব। কিন্তু ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতেই রাশিয়ার মহাকাশ সংস্থার সঙ্গে সম্পর্ক ছিন্ন করে দেয় এই সংস্থা। এদিকে ভারতের সঙ্গে এর আগেও কাজ করেছে ওয়ানওয়েব।

আরও পড়ুন

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

কংগ্রেসের বিক্ষোভ, প্রধানমন্ত্রীকে তীব্র কটাক্ষ প্রিয়াঙ্কার। এম ভারত নিউজ

এদিন কংগ্রেস নেতা মল্লিকার্জুন খাড়গে, প্রিয়াঙ্কা গান্ধী রাহুল গান্ধীর সাংসদপদ বাতিলের বিরুদ্ধে দিনভর সত্যাগ্রহ আন্দোলনে পথে নেমেছেন

Subscribe US Now

error: Content Protected