গণবিক্ষোভ বন্ধ করার নামে অত্যাচারের অভিযোগকে কেন্দ্র করে খবর সংগ্রহে গিয়ে বিপাকে পড়লেন BBC-র সাংবাদিক। হাতকড়া পরিয়ে তাঁকে তুলে নিয়ে গেল চিনের নিরাপত্তা বাহিনী। চিনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের জিরো কোভিড নীতির বিরুদ্ধে লকডাউন তুলে নেওয়ার দাবিতে সাংহাইতে চলছে গণবিক্ষোভ। BBC-এর অভিযোগ খবর সংগ্রহ করার সময় এডওয়ার্ড লরেন্স নামক ওই সাংবাদিকের কাছে অ্যাক্রেডিটেশন কার্ড থাকা সত্ত্বেও তাঁকে গ্রেফতার করে হাতকড়া পরিয়ে টানতে টানতে গাড়িতে তোলা হয় এবং কিল চড়, লাথি সমেত বেধড়ক মারধরও করা হয়েছে। এই ঘটনায় আমরা আতঙ্কিত।

চিনের সরকারের তরফে আমাদের কাছে এ বিষয়ে এখনও পর্যন্ত কেউ ক্ষমা চায়নি, দুঃখপ্রকাশও পর্যন্ত করেনি। উল্টে পুলিশের দাবি জনগণের ভিড়ে সাংবাদিকের দেহে কোভিড সংক্রামিত যাতে না হয় সেই সম্ভাবনা এড়াতেই পুলিশ সেখান থেকে তাঁকে সরিয়ে নিয়ে গিয়েছে।’’ দীর্ঘ সময় আটকে রাখার পর তাঁকে ছেড়ে দেয় চিনা নিরাপত্তা বাহিনী। বর্তমানে চিনে কোভিড পরিস্থিতি যথেষ্ট উদ্বেগজনক। যেখানে বাকি সব দেশে পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে সেখানে দীর্ঘদিন লকডাউনের জেরে গৃহবন্দী হতে চাইছে না চীনারা। তাই দেশের পরিস্থিতি অগ্নিগর্ভ হলেও লকডাউন তুলতে চাইছে না সরকার। রবিবার সাংহাইতে বিক্ষোভকারীদের স্লোগান ওঠে, ‘শি জিনপিং নিপাত যাক। চিনা কমিউনিস্ট পার্টি নিপাত যাক।’ উপরন্তু সাংবাদিক হামলার এই নক্কারজনক ঘটনা আরও দ্বিগুণ খেপিয়ে দিয়েছে চীনের জনগণকে।