করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে অভিনেতা কমল হাসান । এম ভারত নিউজ

Mbharatuser

ইতিমধ্যেই, কমল হাসানকে চেন্নাইয়ের হাসপাতালে ভর্তি করা হয়েছে । এরপরেই অভিনেতা সবাইকে সতর্ক করে বলেন, সাবধানে থাকতে হবে সবাইকে। কোভিড এখনও বিদায় নেয়নি।

0 0
Read Time:2 Minute, 10 Second

অভিনেতা কমল হাসান কোভিড পজিটিভ । সম্প্রতি অভিনেতা ফিরেছেন আমেরিকা থেকে । সেখানেই কমল লঞ্চ করেন তাঁর পোশাকের ব্র্যান্ড Kamal’s House of Khaddar । আমেরিকা থেকে ফেরার পর অভিনেতা নিজেই টুইট করে তার সামান্য সর্দি-কাশির কথা জানিয়েছিলেন । এবার জানা গেল তিনি করোনায় আক্রান্ত । ইতিমধ্যেই, কমল হাসানকে চেন্নাইয়ের হাসপাতালে ভর্তি করা হয়েছে । এরপরেই অভিনেতা সবাইকে সতর্ক করে বলেন, সাবধানে থাকতে হবে সবাইকে। কোভিড এখনও বিদায় নেয়নি।

তামিলে করা টুইটে কমল হাসান উল্লেখ করেন, ‘কোয়ারেন্টিনে রয়েছি চেন্নাইয়ের একটি হাসপাতালে। একটা কথা মানুষকে বুঝতে হবে। এখনও বিদায় নেয়নি কোভিড । সচেতন থাকতেই হবে।’ অভিনেতা টুইটটি করেন ২২ নভেম্বর দুপুর ৩টে নাগাদ ।

প্রসঙ্গত উল্লেখ্য, গত ৭ নভেম্বর কমল হাসান নিজের ৬৭তম জন্মদিন পালন করেন । তখনও সুস্থ ছিলেন অভিনেতা। তাঁকে শুভেচ্ছা জানান সারা দেশে তারকারা । সেই দিনই প্রকাশ করা হয় তাঁর আসন্ন ছবি ‘বিক্রম’-এর পোস্টার । এছাড়াও কমল হাসান সঞ্চালনা করেন তামিল বিগ বস রিয়্যালিটি শোয়ের । তারকা অভিনেতা কমল হাসান করোনা আক্রান্ত হওয়ার পর সেই শো টি কে সঞ্চালনা করবেন, তা নিয়ে শোয়ের প্রযোজকরা চিন্তায় পড়েছেন । অনুরাগীদের একটাই প্রার্থনা,যেন দ্রুত সুস্থ হয়ে ওঠেন অভিনেতা । তবে, অনুরাগীদের পাশাপাশি একই প্রার্থনা করেছেন তামিল সিনেমা ইন্ডাস্ট্রির তারকারাও ।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

এসএসসি গ্রুপ ডি নিয়োগে সিবিআই তদন্তের নির্দেশ হাইকোর্টের । এম ভারত নিউজ

এসএসসি গ্রুপ ডি নিয়োগ মামলায় এবার কলকাতা হাইকোর্ট নির্দেশ দিল সিবিআই তদন্তের। সোমবার এই নির্দেশ দেয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সিঙ্গল বেঞ্চ। মধ্য শিক্ষা পর্ষদের হলফনামার পর হাইকোর্ট মনে করছে সিবিআই তদন্তের প্রয়োজন আছে । এদিন শুনানি চলাকালীন এজলাসে একের পর এক তিরষ্কার করেছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় । একদিকে রয়েছে বোর্ড, […]

Subscribe US Now

error: Content Protected