পূর্ববর্তী ঘোষণা ছাড়াই মালগাড়ি চলতে শুরু করে বিপত্তি ডেকে আনল বেসব্রিজের আলিশা খাতুনের পরিবারে। গতকাল সন্ধ্যায় মর্মান্তিক রেল দুর্ঘটনায় মৃত্যু হয় বছর পাঁচেকের শিশু আলিশা খাতুনের । জানা যায় বেসব্রিজ স্টেশন সংলগ্ন বস্তি এলাকাতেই বাস করত বছর পাঁচের আলিশা খাতুন। গতকাল সন্ধে ছটা নাগাদ নিজের তিন সন্তানকে নিয়ে এক নম্বর প্লাটফর্মে জল ভরতে এসেছিলেন আলিশা খাতুনের মা। তবে জল ভরে ফেরার সময়ে রেললাইন পার করতে গিয়ে ঘটে এই মর্মান্তিক দুর্ঘটনা।

রেললাইন সংলগ্ন এলাকার মানুষেরা জানিয়েছেন,গত তিন দিন ধরে বেস ব্রিজ স্টেশনের দুই নম্বর প্লাটফর্মে দাঁড়িয়ে ছিল একটি মালগাড়ি। কাল সন্ধ্যে নাগাদ হঠাৎই কোন পূর্ববর্তী ঘোষণা ছাড়াই চলতে শুরু করে মালগাড়িটি। আর তখনই মালগাড়ির তলা দিয়ে রেল লাইন পারাপার করতে গিয়ে কাটা পড়ে আলিশা খাতুনের দেহ। কপাল জোরে বেঁচে যায় তাঁর মা এবং আরও দুই ভাইবোন। যদিও এই ঘটনায় রীতিমতো উত্তপ্ত হয়ে ওঠে গোটা এলাকা । কোনো ঘোষণা ছাড়াই কীভাবে একটি রেল চালানো হতে পারে সে বিষয়ে প্রশ্ন উঠেছে বারংবার। ইতিমধ্যেই রেলের সম্পত্তি ভাঙচুর করেছেন সাধারণ মানুষ। ভাঙচুর চলাকালীনই পুলিশের উপস্থিতিতে পরিস্থিতি সামাল দেওয়া হয়।