এসএসসি গ্রুপ ডি নিয়োগে সিবিআই তদন্তের নির্দেশ হাইকোর্টের । এম ভারত নিউজ

Mbharatuser
0 0
Read Time:1 Minute, 54 Second

এসএসসি গ্রুপ ডি নিয়োগ মামলায় এবার কলকাতা হাইকোর্ট নির্দেশ দিল সিবিআই তদন্তের। সোমবার এই নির্দেশ দেয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সিঙ্গল বেঞ্চ। মধ্য শিক্ষা পর্ষদের হলফনামার পর হাইকোর্ট মনে করছে সিবিআই তদন্তের প্রয়োজন আছে ।

এদিন শুনানি চলাকালীন এজলাসে একের পর এক তিরষ্কার করেছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় । একদিকে রয়েছে বোর্ড, অন্যদিকে কমিশন। কমিশন যে সুপারিশ করেনি বলে বার বার দাবি করেছে সেই বিষয়েই সোমবার হলফনামা দিয়ে কী ভাবে সেই সুপারিশ হয়েছিল বোর্ড জানাল । আদালতের কাছে পুঙ্খাপুঙ্খ রিপোর্ট জমা পড়েছে । সফট কপি জমা পড়েছে, দেওয়া হয়েছে পেন ড্রাইভও । তার পরও কমিশন কী করে সুপারিশ না করার বলছে , তা নিয়েও এজলাসে প্রশ্ন ওঠে ।

বিচারপতির কথায়,যদি না-ই থাকে কমিশনের সুপারিশ , তা হলে কার অদৃশ্য হাত এখানে রয়েছে। ২৫ জন কার সুপারিশে চাকরি পেলেন এবং দু’বছর ধরে চাকরি করলেন তা নিয়েও প্রশ্ন তোলেন বিচারপতি। পাশাপাশি বিচারপতি আরোও বলেন, এই ঘটনার জন্য তিনি সিবিআই তদন্তই চান। যেহেতু এ ক্ষেত্রে একটা বড় ষড়যন্ত্র চলছে ফলত মানুষের স্বার্থে তা কখনওই মেনে নেওয়া যায় না বলেও উল্লেখ করেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

পাল্টে যাচ্ছে দিদি নম্বর ১ এর সঞ্চালিকা । এম ভারত নিউজ

এক দশকেরও বেশী সময় ধরে দিদি নম্বর ১ রিয়ালিটি শোয়ের মঞ্চে রচনা বন্দ্যোপাধ্যায় সকলের সঙ্গে সুখ দুঃখ ভাগ করে নিয়েছেন । সঞ্চালিকার ভূমিকায় তিনি যে কতটা সফল তা এই শোয়ের মাধ্যমেই প্রকাশ পায়। কিন্তু এবার সেই শো থেকেই অভিনেত্রী বিদায় নিলেন। সোমবার থেকে ‘রান্নাঘরের রাণী’ সুদীপা চট্টোপাধ্যায়কে দিদি নম্বর ওয়ানের […]

Subscribe US Now

error: Content Protected