এর আগেও বলিউড থেকে হলিউডে পাড়ি দিয়েছেন বি-টাউনের একাধিক নায়িকা। এবার দীপিকা পাড়ুকোন, প্রিয়াঙ্কা চোপড়ার সঙ্গে এই তালিকায় সামিল হতে চলেছেন আলিয়া ভাটও। ১৯৯৯ সালে শিশুশিল্পী হিসেবে বলিউডে পা রেখেছিলেন আলিয়া। এরপর ২০১২ সালে বি-টাউনের বিখ্যাত পরিচালক করণ জোহর পরিচালিত স্টুডেন্ট অফ দ্যা ইয়ার সিনেমাতে লিড রোলে অভিনয় করেন আলিয়া । বলিউড ইন্ডাস্ট্রিতে বাবা একজন বিখ্যাত পরিচালক এবং প্রযোজক হওয়া সত্ত্বেও নিজের সম্পূর্ণ অভিনয় দক্ষতা দিয়ে দর্শকের মন জয় করেছেন তিনি। এরপর তাকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি। ঝুলিতে রয়েছে একাধিক বক্স অফিস সিনেমা, যার মধ্যে অন্যতম করণ জোহর পরিচালিত ছবি ‘রাজি’ ।

সম্প্রতি আলিয়া ‘ডার্লিং’ ছবির শুটিং নিয়ে ব্যস্ত রয়েছেন। এই সিনেমায় তিনি গৌরি খানের সঙ্গে যৌথ ভাবে প্রযোজক হিসেবে কাজ করছেন। বিদেশের একটি সংবাদ সংস্থা সূত্রে জানা গিয়েছে, হলিউডের বিখ্যাত ট্যালেন্ট সংস্থা WME-এর সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন এই বিখ্যাত অভিনেত্রী । শুধু আলিয়াই নয় , ঋত্বিক রোশন এবং বিদ্যুৎ জামালও হলিউডের এই বিখ্যাত এজেন্সির সাথে চুক্তিবদ্ধ হয়েছেন। সুতরাং আগামী দিনে বলিউডের সঙ্গে সঙ্গে হলিউডেও অভিনয় করতে চলেছেন আলিয়া ভাট এমনটাই ধরে নেওয়া যায়।