0
0
Read Time:1 Minute, 34 Second
85 বছর বয়সী বর্ষীয়ান অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায় করোনা আক্রান্ত। গত কয়েকদিন ধরেই অসুস্থ ছিলেন সৌমিত্রবাবু। সোমবার তাঁর কোভিড রিপোর্ট পজেটিভ আসে। মঙ্গলবার সকালে তাঁকে শহরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। ডায়াবেটিসের পাশাপাশি তাঁর সিওপিডিও থাকায় উদ্বেগ বাড়ছে চিকিৎসকদের। তবে হাসপাতাল সূত্রে খবর, গায়ে জ্বর থাকলেও স্থিতিশীল রয়েছেন অভিনেতা। পাশাপাশি তাঁর চিকিৎসার জন্য তিন সদস্যের একটি মেডিক্যাল বোর্ডও গঠন করা হয়েছে। গত ১ অক্টোবর শেষ শ্যুটিং করেন তিনি। পরমব্রত চট্টোপাধ্যায়ের পরিচালনায় তাঁর বায়োপিক 'অভিযান'-এ অভিনয় করছিলেন তিনি। ইতিমধ্যে টলিপাড়ায় বেশ কয়েকজনের অভিনেতার শরীরেই করোনা থাবা বসিয়েছে। দিন কয়েক আগেই সপরিবারে আক্রান্ত হন কোয়েল মল্লিক। করোনায় থাবায় মৃত্যু হয় রাজ চক্রবর্তীর বাবারও। আক্রান্ত হয়েছিলেন পরিচালক রাজ। তবে করোনাকে জয় করেছেন তিনি। একে একে আক্রান্ত হয়েছেন বহু টিভি তারকাও।