করোনা পরিস্থিতিতে বিধিনিষেধ মেনেই পালিত হচ্ছে বাসন্তী মহাষ্টমী । এম ভারত নিউজ

user
0 0
Read Time:2 Minute, 39 Second

নিজস্ব সংবাদদাতা, পুরুলিয়া : কোরোনা পরিস্থিতিতেই পালিত হচ্ছে পুরুলিয়ার নদীয়াড়া গ্রামের শতাধিক বছরের পুরনো বাসন্তী পুজোৎসব, ইতিমধ্যে মহাষ্টমীর আরাধনা শুরু হয়েছে এই মন্দিরে। এই মন্দিরের ইতিহাস ঘাটলে জানতে পারা যায় গ্রামে বসন্ত মহামারী রোগের আক্রমন থেকে বাঁচতে শতাধিক বছর আগে বাসন্তী পুজো শুরু করেছিলেন গ্রামবাসীরা । তাই বেশ কয়েক প্রজন্ম ধরেই মহাসমারোহে পুজো করে আসছেন গ্রামের মানুষেরা ।

গ্রামের মানুষের সঙ্গে কথা বলে জানতে পারে গেছে, জেলার বিভিন্ন প্রান্ত থেকে তো বটেই এমনকি ভিন রাজ্য থেকেও দর্শনার্থীরা আসেন এই মন্দিরে। প্রতিবছর নানান সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়ে থাকে নদীয়াড়া গ্রামে। তবে কোভিড পরিস্থিতির কারণে বিগত বছর থেকেই এই গ্রামে উৎসবের জাঁকজমক তেমন আর নেই । কারণ কোরোনা পরিস্থিতির কথা মাথায় রেখে সামাজিক দূরত্ব মেনে, ভিড় এড়িয়ে, স্বাস্থ্যবিধি মেনে পুজো পালন করছেন গ্রামবাসীরা।

মন্দিরে প্রবেশের ক্ষেত্রে রয়েছে একাধিক বিধিনিষেধ। মন্দির চত্বরে বেশ কয়েকটি কোভিড সংক্রান্ত বিধি মানতে সাধারণ মানুষকে সাহায্যের ব্যবস্থা করা হয়েছে । যদি কোন ব্যক্তি বাড়ি থেকে মাস্ক নিয়ে আসতে ভুলে যান তাঁকে দেওয়া হচ্ছে নতুন মাস্ক, রয়েছে হ্যান্ড স্যানিটাইজারের ব্যবস্থাও । এই গ্রামের বাসিন্দারা এতটাই সচেতন যে, বিগত বছর থেকে এখনও পর্যন্ত এই গ্রামে কোরোনার ছোঁয়া লাগেনি। মন্দির চত্বরে প্রায় সকলের মুখের মাস্ক বর্তমান, এমনকি পূজারী নিজেও মাস্ক পড়ে পূজোর সমস্ত জোগাড় করতে বসেছেন। করোনা পরিস্থিতিতেও নিজেদের রীতি ধরে রাখার এই অভিনব প্রচেষ্টা সত্যিই নজর কাড়ার মতো।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

মাস্ক ছাড়া বেরোলেই শাস্তি, করোনা রুখতে অভিনব পন্থা পুলিশের । এম ভারত নিউজ

করোণা সুনামির দ্বিতীয় ধাক্কায় কার্যতই তটস্থ গোটা দেশ। হু হু করে বাড়ছে আক্রান্তের সংখ্যা। এই পরিস্থিতিতেও মানুষের মধ্যে চরম সচেতনতার অভাব। কেউবা সটান বেরিয়ে পড়ছেন মাস্ক ছাড়াই, কারোর আবার মাস্ক ঝুলছে কানে বা থুতনিতে। এবার মানুষের সচেতনতা বৃদ্ধি করতে অভিনব পন্থা নিল দক্ষিণ ২৪ পরগনার জয়নগর থানার পুলিশ। মাস্ক ছাড়া […]

You May Like

Subscribe US Now

error: Content Protected