আজ গঙ্গাসাগরে মুখ্যমন্ত্রী, বৈঠক ভারত সেবাশ্রম সঙ্ঘে। এম ভারত নিউজ

Mbharatuser

একগুচ্ছ কর্মসূচী নিয়ে বুধবার থেকে ২ দিনের জন্য গঙ্গাসাগর পরিদর্শনে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

0 0
Read Time:2 Minute, 45 Second

আজ থেকে টানা দু দিন ধরে চলবে মুখ্যমন্ত্রীর গঙ্গাসাগর সফর। ৭ ই জানুয়ারি থেকে গঙ্গাসাগর মেলা শুরু হচ্ছে। ইতিমধ্যে এই মেলার আয়োজন নিয়ে একাধিক ব্যবস্থা নিয়েছে রাজ্য সরকার। সাংবাদিক বৈঠক করে ঘোষণাও করা হয়েছে সেগুলির কথা। ২ বছরের করোনা পরিস্থিতি কাটিয়ে ওঠার পরে এবারের গঙ্গাসাগর মেলায় ভিড় আগের বছরগুলির তুলনায় অনেক বেশি হতে পারে বলে অনুমান করছে প্রশাসন। তার জন্য পুলিশকে বিশেষভাবে সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। মেলা শুরুর আগে এবার সমস্ত পরিস্থিতি নিজে খতিয়ে দেখতে একগুচ্ছ কর্মসূচী নিয়ে বুধবার থেকে ২ দিনের জন্য গঙ্গাসাগর পরিদর্শনে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

এই সফরের জন্য ইতিমধ্যে কড়া নিরাপত্তায় মোড়া হয়েছে গোটা এলাকা। আজ দুপুরে হাওড়ার ডুমুরজোলা স্টেডিয়ামের হেলিপ্যাড থেকে রওনা দেবে মুখ্যমন্ত্রী। গঙ্গাসাগরে পৌঁছে, গঙ্গাসাগর হেলিপ্যাডের উদ্বোধন করবেন তিনি। এরপর সোজা পৌঁছবেন ভারত সেবাশ্রম সঙ্ঘে। সঙ্ঘের আধিকারিকদের সঙ্গে মেলার প্রস্তুতি নিয়ে বৈঠকে বসবেন তিনি। বৈঠক শেষে কপিল মুনি মন্দিরে গিয়ে পুজো দেওয়ার কথা রয়েছে তাঁর। সেখান থেকে বৃহস্পতিবার সরাসরি কপ্টারে করে ডুমুরজলা হেলিপ্যাডে ফিরবেন মমতা। মেলা নির্বিঘ্নে চলার জন্য বিশেষ নির্দেশ দেওয়া হয়েছে প্রশাসনকে। জলপথে নজরদারি চালাতে কোস্টাল পুলিশকেও বিশেষ নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। মেলায় অস্থায়ী স্বাস্থ্যশিবির এবং এয়ার অ্যাম্বুল্যান্সের ব্যবস্থা করা হয়েছে। এছাড়াও দক্ষিণ ২৪ পরগনার হাসপাতালগুলিকেও প্রস্তুত রাখা হয়েছে প্রয়োজনের তাগিদে।

আরও পড়ুন

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

বিতর্কে 'বন্দে ভারত', শুভেন্দুর পর কি বললেন দিলীপ? এম ভারত নিউজ

রাজ্য সরকারের দিকে আঙুল তুলে একই অভিযোগ এনেছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারও।

You May Like

Subscribe US Now

error: Content Protected