ফের শোকের ছায়া তৃণমূলের অন্দরে: ভোটের সকালে প্রয়াত হলেন সাগির হোসেন| এম ভারত নিউজ

admin
0 0
Read Time:2 Minute, 17 Second

বঙ্গে ভোট পর্বের মধ্যেই একের পর এক মৃত্যু সংবাদ শোনা যাচ্ছে| বিভিন্ন দলীয় নেতৃত্বরা প্রাণ হারাচ্ছেন, কেউ করোনায় আবার কেউ অন্য কোনো রোগে|এবার প্রয়াত হলেন মুর্শিদাবাদের দাপুটে তৃণমূল নেতা সাগির হোসেন। তিনিই ছিলেন মুর্শিদাবাদের তৃণমূলের প্রতিষ্ঠাতা| সাগির হোসেন বেশ কিছুদিন ধরেই মানসিক অবসাদে ভুগছিলেন। সোমবার সকালে তাঁর লড়াই থামলো, চলে গেলেন না ফেরার দেশে| মুর্শিদাবাদের বর্ষীয়ান এই নেতার মৃত্যুতে শোকের ছায়া তৃণমূলের অন্দরে।মুর্শিদাবাদে তৃণমূলের অন্দরের এক বিশ্বস্ত এবং ভরসা যোগ্য নেতা ছিলেন|প্রথম থেকেই তাঁর উপর ভরসা করেছিল দল ও দলনেত্রী।সাগির হোসেন প্রাক্তন সহ-সভাপতিও ছিলেন এবং মুর্শিদাবাদ শিক্ষা সংসদের প্রাক্তন চেয়ারম্যান ছিলেন তিনি। তিনি লোকসভা ভোটে ও বিধানসভা ভোটে তৃণমূলের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন, যদিও জয়ী হতে পারেননি|২০২১ এর নির্বাচনেও ভগবানগোলা আসনে তৃণমূলের হয়ে লড়াই করার কথা ছিল কিন্তু শেষমুূহূর্তে দল ওই আসনে প্রার্থী করেন ইদ্রিশ আলিকে। সেই থেকেই ঘরবন্দি হয়ে যান এবং মানসিকভাবে দুর্বল হয়ে পড়েন|এবং তারপরই সপ্তম দফার ভোটের দিন অর্থাৎ সোমবার সকালে তাঁর মৃত্যুু হয়। সাগির হোসেনের মৃত্যুতে তাঁর স্ত্রী জানিয়েছেন, ‘প্রার্থী হতে না পারায় মানসিকভাবে ভেঙে পড়েছিলেন সাগির হোসেন। নিজেকে কার্যত একঘরে করে দিয়েছিলেন।’

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

বেলেঘাটা আইডিতে চাঞ্চল্য: হাসপাতালের শৌচালয়ে আত্মহত্যা প্রবীণ করোনা রোগীর|এম ভারত নিউজ

দেশজুড়ে করোনার দাপট, রাজ্যের বেশ কিছু জেলায় জেলায় হাসপাতালে বেড, অক্সিজেন এবং পর্যাপ্ত ওষুধের অভাব|অনেক হাসপাতাল রোগী ফিরিয়েও দিচ্ছেন|এবার এক যন্ত্রণাদায়ক দৃশ্য উঠে এল, বেলেঘাটা আইডিতে হাসপাতালের শৌচালয়ে আত্মহত্যা এক প্রবীণ করোনা রোগীর| যন্ত্রণা সহ্য করতে না পেরেই মৃত্যুর পথ বেছে নিলেন ওই বৃদ্ধ| সোমবার বেলেঘাটা আইডির হাসপাতালের শৌচালয় থেকে […]

Subscribe US Now

error: Content Protected