বড় খবর, ইডির চার্জশিটে এবার প্রিয়াঙ্কার নাম! এম ভারত নিউজ

admin

চার বছর পর ২০১০ সালে সেই জমিটি ফের বিক্রি করে দেন তিনি

0 0
Read Time:2 Minute, 21 Second

আর্থিক প্রতারণা মামলায় ইডির চার্জশিটে প্রিয়াঙ্কা গান্ধীর নাম। জানা গেছে, জমি ক্রয়-বিক্রয় সংক্রান্ত বিষয়ে ইডির চার্জশিটে কং নেত্রীর নাম রয়েছে। প্রিয়াঙ্কার স্বামী রবার্ট বঢরার নামও রয়েছে ইডির চার্জশিটে। যদিও তাঁকেও অভিযুক্ত হিসেবে উল্লেখ করা হয়নি। শুধু তাই নয়, একাধিক প্রতারণা মামলায় অভিযুক্ত প্রবাসী ব্যবসায়ী সিসি থাম্পির সঙ্গেও নাকি গভীর সম্পর্ক রয়েছে প্রিয়াঙ্কা গান্ধী এবং রবার্ট বঢরার। হরিয়ানার ফরিদাবাদে প্রমোটিং-এর জন্য কৃষিজমি কেনা মামলার তদন্তের সাপেক্ষে এই চার্জশিট।

জমি কেলেঙ্কারি মামলায় ইডি-র চার্জশিটে দুই মূল অভিযুক্ত সিসি থাম্পি এবং সুমিত চাড্ডা। সিসি থাম্পি একজন এনআরআই ব্যবসায়ী। অন্যদিকে সুমিত ভারতীয় বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক। যুক্তরাজ্যেই থাকেন তিনি। সঞ্জয় ভান্ডারী নামে এক জনৈক অস্ত্র বিক্রেতাকে অবৈধ লেনদেনে এই দুই ব্যক্তি সাহায্য করেছিলেন বলে ইডি-র চার্জশিটে দাবি করা হয়েছে।
এর আগে প্রিয়াঙ্কা এবং রবার্টকে আলাদা আলাদা করে জিজ্ঞাসাবাদ করেছে ইডি। অভিযোগ, ২০০৬ সালে দিল্লি লাগোয়া ফরিদাবাদে ৫ একরের একটি জমি কিনেছিলেন তিনি। জমিটি কিনেছিলেন এইচএল পাওয়া নামক এক জমির দালালের কাছ থেকে। চার বছর পর ২০১০ সালে সেই জমিটি ফের বিক্রি করে দেন তিনি। একইভাবে ফরিদাবাদে একটি বাড়িও কিনেছিলেন প্রিয়াঙ্কা। ২০১০ সালে তা আবার বিক্রি করে দেন তিনি। যদিও এই প্রসঙ্গে এখনও কোনও মন্তব্য করেননি প্রিয়াঙ্কা ও রবার্ট।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

কাতারে মৃত্যুদণ্ড থেকে রক্ষা ৮ ভারতীয়ের, কমল সাজা৷ এম ভারত নিউজ

ইসরায়েলের দূতাবাসের একজন মুখপাত্র বিষয়টি অস্বীকার করে  বলেছেন,

Subscribe US Now

error: Content Protected