এই বছরের শেষে ডিসেম্বরেই টেট পরীক্ষা হওয়ার কথা আগেই জানিয়েছিল পর্ষদ তবে পরীক্ষার নির্ধারিত তারিখ নিয়ে তখন কিছুই বলা হয়নি। আজ বুধবার প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পাল সাংবাদিক বৈঠক করে জানিয়ে দিলেন ঠিক কবে হবে এই টেট পরীক্ষা। চলতি বছরে ডিসেম্বরের ১০ তারিখই এই টেট-এর দিন ঠিক হয়েছে। আজ সন্ধ্যায় পর্ষদের তরফ থেকে অফিসিয়াল বিজ্ঞপ্তি জারি করা হবে। আর সেখানেই সমস্ত বিষয়ে বিস্তারিতভাবে উল্লেখ থাকবে। বৃহস্পতিবার থেকেই শুরু হবে রেজিস্ট্রেশন। জানানো হয়েছ, এ’বছর ওএমআর শিটের আসল কপি পর্ষদ নিয়ে নেবে। আগামীকাল থেকেই আবেদন সম্ভব। তিন সপ্তাহের মধ্যেই আবেদন করতে হবে। একান্তই কারও পেমেন্ট সংক্রান্ত কোনও সমস্যা থাকলে তাঁকে আরও একদিন সময় দেওয়া হবে।

এদিকে পর্ষদ সভাপতি গৌতম পাল জানিয়েছেন, টেট আর নিয়োগ আলাদা। এনসিটিই-র গাইডলাইন ও সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ মেনে প্রতি বছর টেট পরীক্ষা নেওয়া হবে। গত বছরও সুপ্রিম কোর্টের অনুমতি নিয়ে পরীক্ষা নেওয়া হয়েছিল। তবে কখনই ধরে নেওয়া যায় না যে কেউ টেট পাশ করলেই সঙ্গে সঙ্গে নিয়োগ হবে।নিয়োগের একটা প্রক্রিয়া আছে। উচ্চমাধ্যমিকের মতই প্রতি বছর হবে টেট পরীক্ষা। গতবারের নিয়োগ নিয়েও বলেন তিনি। তিনি জানিয়েছেন, ইন্টারভিউ নেওয়ার প্রক্রিয়া ইতিমধ্যেই শেষ হয়েছে। তিনি আরও বলেন, প্রার্থীদের কিছু সমস্যা থাকায় নিয়োগ আটকে আছে। হাইকোর্টের ডিভিশন বেঞ্চ থেকে আমরা ছাড়পত্র পেয়েছি। আশা করছি সুপ্রিম কোর্ট থেকেও দ্রুত ছাড়পত্র পেয়ে যাব। কারপরই আমরা নিয়োগ করতে পারব। এমনকি প্রতি বছর দু’বার করে নিয়োগের পরিকল্পনাও রয়েছে পর্ষদের, এমনটাই জানালেন পর্ষদ সভাপতি।