মুখোমুখি বৈঠক সারলেন শিল্পপতি গৌতম আদানি এবং মমতা । এম ভারত নিউজ

Mbharatuser
0 0
Read Time:2 Minute, 23 Second

পশ্চিমবঙ্গের শিল্প সম্মেলনের আগেই নবান্নে মুখোমুখি হলেন শিল্পপতি গৌতম আদানি এবং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জানা যাচ্ছে আজ তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতেই নবান্নে দেড় ঘণ্টার বৈঠক করেন তাঁরা। এর আগে রাজ্যের শিল্প সম্মেলনের বিষয় নিয়ে মুম্বাইয়ের শিল্পপতিদের সঙ্গে বৈঠক সম্পন্ন করেছিলেন মুখ্যমন্ত্রী। আর তারপরেই আসতে দেখা গেল গৌতম আদানিকে । জানা যাচ্ছে, আগামী দিনে হলদিয়া এবং খিদিরপুর বন্দরে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছে আদানি গোষ্ঠীর চেয়ারম্যান গৌতম আদানি।

প্রসঙ্গত উল্লেখ্য পূর্বঘোষণা অনুযায়ী আগামী বছর ২০ এবং ২১ শে এপ্রিল শিল্প সম্মেলন হতে চলেছে রাজ্যে। সেসময় দেশের বিভিন্ন প্রান্তের শিল্পপতিদের বিনিয়োগের জন্য শিল্প সম্মেলনে উপস্থিত থাকার আবেদন জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। পশ্চিমবঙ্গকে শিল্পসমৃদ্ধ রাজ্য গড়ে তুলতে এই উদ্যোগ নিয়েছেন তিনি। ইতিমধ্যেই তাঁর এই উদ্যোগকে সমর্থন জানিয়েছিলেন রাজ্যের রাজ্যপাল জাগদীপ ধানকার। পাশাপাশি সকল শিল্পপতিদেরও রাজ্যে আসার আবেদন জানিয়েছিলেন তিনিও। আজ বৈঠক শেষ করে গৌতম আদানি জানান, ” মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করে ভালো লেগেছে । আগামীদিনে পশ্চিমবঙ্গের বিপুল বিনিয়োগের সম্ভাবনার বিষয়ে আলোচনা হয়েছে। এছাড়াও আমি ২০২২ সালের এপ্রিলে পশ্চিমবঙ্গের শিল্প সম্মেলনে অংশগ্রহণের জন্য আগ্রহী হয়ে রয়েছি। “

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

নুনেরও আছে অনেক গুণ, জানুন । এম ভারত নিউজ

নুন বিনা প্রতিদিনের জীবন যেন পানসে। বাজারে চলতে ফিরতে আমরা লবণ দেখতে পাই হরেক রকমের । কিন্তু আপনি কি আগে শুনেছেন পিঙ্ক হিমালয়ান ক্রিস্টাল সল্টের কথা ? যে নুন আমাদের প্রতিদিনের খাদ্য তালিকাতে থাকে তার চেয়ে ঢের বেশী উপকারী এই নুন । প্রতিদিনের খাদ্য তালিকায় এ লবণ রাখলে তা দেহের […]

Subscribe US Now

error: Content Protected