কেন্দ্রের নয়াকৃষি আইনের বিরুদ্ধে কৃষক আন্দোলন ইতিমধ্যেই পেরিয়ে গেছে ৮০ দিন । দিল্লির সিঙ্ঘু সীমান্তে চলা এই কৃষক আন্দোলন নিয়ে ছিল ২৬ শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবসের দিনে ট্রাক্টর মার্চের হাত ধরে । পাশাপাশি বিভিন্ন দেশ থেকে বিভিন্ন সমাজবিদ এবং পরিবেশবিদদের সমর্থনে কৃষক আন্দোলনের শিরদাঁড়া আরও মজবুত হয়েছে ।

শুধু রাজধানীতেই সীমাবদ্ধ থাকা যাবেনা ছড়িয়ে যেতে হবে রাজ্যে রাজ্যে এমন একটি চিন্তাভাবনা নিয়েছে কিষান মোর্চার সংগঠনগুলি। ইতিমধ্যে বেশ কয়েকটি কৃষান মহাপঞ্চায়েত তৈরি করা হয়েছে । আগামীতে কিষান মহাপঞ্চায়েত হওয়ার কথা রয়েছে হরিয়ানা, রাজস্থান, উত্তরপ্রদেশ ও পাঞ্জাবেও৷ এই অবস্থায় এবার বাংলাতেও কিষাণ মহাপঞ্চায়েত হতে চলেছে।
ওদিকে কৃষকদের ঐ মহা পঞ্চায়েত নির্মান নিয়ে খুশি রাজ্য সরকার ও কারণ কৃষক সংগঠনগুলির জয় তখনই হবে যখন বিজেপি সরকার হারবে। বঙ্গ ভোটের আগে বাংলা রাজনীতিতে একটি নবধারা নিয়ে আসবে এই কৃষক মহা পঞ্চায়েত। এমনটাই মনে করছেন রাজনৈতিক মহলের বিশেষজ্ঞরা।