ফের ইরাকে হামলা আই সিসের । এম ভারত নিউজ

user
0 0
Read Time:2 Minute, 27 Second

আফগানিস্তানে চলছে তালিবান শাসন। সারা বিশ্ব আতঙ্কিত জঙ্গি হামলার আশঙ্কায়। সেই ভয়কে কয়েক গুণ বাড়িয়ে ইরাকের উত্তর কিরকুরের থেকে ৬৫ কিমি দূরে আল রাসাদ অঞ্চলে একটি চেক পোস্টের সামনে হামলা চালায় আই সিস জঙ্গিরা।শনিবার গভীর রাতে পুলিশ ও সেনাকর্মীদের লক্ষ্য করে গুলি চালানো হয়। হামলায় ১৩ জনের মৃত্যু হয়েছে আহত ৩। যদিও আই সিস এই হামলার কথা অস্বীকার করেছে। প্রায়শই এই জঙ্গি গোষ্ঠী ইরাকের পুলিশকর্মীদের উপর হামলা চালায় তাই তাদের দিকেই সন্দেহের আঙ্গুল উঠছে।২০১৪ সালে এই আই সিস বাহিনী দখল করে ইরাক। সে সময় মার্কিন সেনাদের সাহচর্যে পিছু হটতে বাধ্য করা হয় এই জঙ্গি বাহিনীকে। কিন্তু হেরে যায়নি আই সিস তাই মাঝে মধ্যেই অতর্কিতে হামলা চালায় ইরাকে।এর আগেও বাগদাদের সদর শহরে আল – অহেলাত বাজারে হামলা চালায় আই সিস।সেখানে ৩০ জনকে নারকীয় ভাবে হত্যা করা হয়। বর্তমানে ইরাকে ২৫০০ মার্কিন সেনা সহ ৩৫০০ আন্তর্জাতিক সেনা রয়েছেন। কয়েকদিনের মধ্যেই মার্কিন সেনা প্রত্যাহার করা হবে ইরাক থেকে।

শনিবার ফ্রান্সের প্রেসিডেন্ট ইরাক সফরে যান। সেখানে ইরাক ও সিরিয়ায় আই সিস দের মাথাচাড়া দিয়ে ওঠা নিয়ে আশঙ্কা প্রকাশ করেন।সম্প্রতি এই জঙ্গি গোষ্ঠী কাবুলের এক বিমানবন্দরে আত্মঘাতী বিস্ফোরণ চালায় যাতে আফগান ও তালিবান সহ শতাধিক মানুষের মৃত্যু হয়।পরের দিন তারা ওই স্থানেই রকেট হামলা চালায়। সুতরাং আই সিস শক্তি ক্রমশই সক্রিয় হচ্ছে বলে মনে করা হচ্ছে, ভবিষ্যতে তারা ফের হামলা চালাতে পারে বলে মত বিশেষজ্ঞদের।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

উপনির্বাচনে প্রার্থী ঘোষণা তৃণমূলের । এম ভারত নিউজ

গতকাল নির্বাচন কমিশন ঘোষণা করেছিল রাজ্যে আগামী ৩০ শে সেপ্টেম্বর ৩ টি কেন্দ্রে হবে উপনির্বাচন। সেইমতো সব রাজনৈতিক দলগুলি নিজেদের খুঁটি শক্ত করার প্রস্তুতি শুরু করে দিয়েছে। আজ ঘোষিত হল তৃণমূলের প্রার্থী তালিকা। বহু চর্চিত ভবানীপুর বিধানসভা কেন্দ্রে জোড়াফুল প্রতীকে প্রার্থী হচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। জঙ্গিপুরের […]
politics_1551

You May Like

Subscribe US Now

error: Content Protected