
বিধানসভা ভোটকে কেন্দ্র করে দেশের রাজনীতিতে প্রায় প্রতিদিনই কোন না কোন নতুন জল্পনা সামনে আসছে । প্রায় প্রতিদিনই কেউ-না-কেউ দল পরিবর্তন করছেন। কেউ তৃণমূল থেকে বিজেপিতে আবার কেউ বিজেপি থেকে তৃণমূলে । গতকাল সকালেই মিঠুন চক্রবর্তীর বাড়িতে হানা দিয়েছিলেন বিজেপির এক শীর্ষ মন্ত্রী , আবার তারপর প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বাড়িতে হানা দেয় বিজেপির নেতা অনির্বাণ এবং তাঁর হাতে তুলে দেওয়া হয় একটি তাঁর লেখা বই।
আর এইবার টলিপাড়া থেকে আরও এক নতুন নাম উঠে আসছে বিজেপির খাতায়। যশ দাশগুপ্ত গত কয়েক সপ্তাহ ধরে একটি বহুল সমালোচিত নাম। বিশেষত নুসরাতের সঙ্গে ঘনিষ্ঠ বন্ধুত্ব নিয়েই তাঁর নাম খবরের শিরোনামে জায়গা করে নিয়েছে। তবে এবার রাজনৈতিক মহলের জল্পনাকে তুঙ্গে তুলে দিয়ে বিজেপিতে যোগদানের আভাস পাওয়া গেল যশ দাশগুপ্তের। যদিও এখনো পর্যন্ত সরাসরি নিজে থেকে কিছু বলেননি তিনি।
রাজনৈতিক মহলের সঙ্গে টলিপাড়ার সম্পর্কটা পুরনো এবং এই পরিসরে ধীরে ধীরে অনেকেই ঢুকে পড়েছেন রাজ্য রাজনীতিতে। একদিকে যেমন দেব, সোহম ,নুসরাত-মিমি, কৌশানির মতো অনেকেই যোগদান করেছেন তৃণমূলে , ঠিক তেমনি রুদ্রনীল ঘোষ থেকে শুরু করে মিঠুন চক্রবর্তী প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং যশ দাশগুপ্তের নাম আসতে পারে বিজেপির তালিকায় বলেই মনে করা হচ্ছে ।