কথা রাখলেন মুখ্যমন্ত্রী ! চাষীদের আয় বাড়ল তিনগুণ। এম ভারত নিউজ

user
1 0
Read Time:3 Minute, 13 Second

কথা রাখলেন মুখ্যমন্ত্রী; নির্বাচনে জয়লাভ করে সরকার গঠন করার মাত্রই কৃষকদের মুখে হাসি ফোটালেন তিনি।কৃষকদের আয় বাড়ল তিনগুণ।এই প্রকল্পের আওতায় আগে বাংলার কৃষকরা বছরে পাঁচ হাজার টাকা পেতেন। এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর উদ্যোগে তা বাড়িয়ে ১০ হাজার টাকা করা হল। ছ’মাস অন্তর পাঁচ হাজার টাকা করে পাবেন কৃষকরা। খেতমজুর এবং বর্গাদাররা পাবেন চার হাজার টাকা করে। এ প্রসঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় বলেন, ‘‘দিল্লি সীমান্তে গত ৬ মাসের বেশি সময় ধরে আন্দোলন চলছে, তাও কেন্দ্রের সে বিষয়ে কোনও ভ্রূক্ষেপই নেই। কেন্দ্রের কৃষক প্রকল্পে টাকা পান না চাষিরা। কেন্দ্রের কৃষি প্রকল্পে ন্যূনতম দু’একর জমি থাকলে তবেই টাকা পাওয়া যায়। কেন্দ্র ক্ষেতমজুর ও বর্গাদারদের টাকা দেয় না। বাংলাই ব্যতিক্রম। এখানে সবাই ভাতা পায়। যাঁদের এক-দু’কাটা জমি, তাঁরাও বছরে চার হাজার টাকা পাবেন। এখানে কৃষকদের আয় তিনগুণ বেড়েছে। কৃষক বন্ধু প্রকল্পে ভাতা বৃদ্ধিতে রাজ্যের অন্তত ৬০ লক্ষ চাষি উপকৃত হবেন। শুধু চাষিরাই নন, অন্তত ৬২ লক্ষ ক্ষেতমজুর ও বর্গাদার এই প্রকল্পে উপকৃত হবেন।’’

ক্ষমতায় আসার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে সমস্ত কর্মসূচিগুলো ইতিমধ্যে সম্পন্ন করেছেন সে বিষয়ে কাজের খতিয়ান তুনে তিনি বলেন;

১) রাজ্যে ১৮৬টি কৃষক মান্ডি তৈরি হয়েছে।

২) ৫০ লক্ষের বেশি জমি স্বাস্থ্য কার্ড দেওয়া হয়েছে।

৩) কম খরচে কৃষি যন্ত্রপাতি ভাড়ার দেওয়া হয়।

৪) ৫০ হাজার একর পতিত জমিতে এখন কৃষিকাজ, মাছচাষ এবং পশুপালন হয়।

৫)ইয়াস ক্ষতিগ্রস্ত এলাকার ২ লক্ষ কৃষককে নোনা স্বর্ণ ধান দেওয়া হয়েছে।

৬)কৃষক বার্ধক্যভাতা ৭৫০ টাকা থেকে ১ হাজার টাকা করা হয়েছে।

৭) উপকৃত কৃষকের সংখ্যা ৬৬ হাজার থেকে বেড়ে ১ লক্ষ হয়েছে।

৮) শস্য বিমার প্রিমিয়াম বাবদ ৭০০ কোটি টাকা দেয় রাজ্য সরকার।

৯) প্রাকৃতিক দুর্যোগে ফসল নষ্ট হওয়ায় কৃষকদের ৩ হাজার ৫০০ কোটি টাকার আর্থিক সহায়তা দিয়েছে সরকার।

১০) ঘূর্ণিঝড়ের বিপর্যয়ের পর দুয়ারে ত্রাণ চালু হয়েছে।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

জাম্বিয়ার প্রথম রাষ্টপতির মৃত্যুতে শোক প্রকাশ করলেন সোনিয়া গান্ধী। এম ভারত নিউজ

জাম্বিয়ার প্রথম রাষ্ট্রপতি, কেনেথ কাউন্ডা’র মৃত্যুতে শোক প্রকাশ করলেন কংগ্রেসের অন্তর্বর্তী প্রধান সোনিয়া গান্ধী। ১৯৬৪ থেকে ১৯৯১ সাল পর্যন্ত তিনি সংগ্রামে সামনের সারিতেই দাঁড়িয়ে ব্রিটিশ শাসন থেকে নিজের দেশের স্বাধীনতা ফিরিয়ে আনতে সাহায্য করেছিলেন। সোনিয়া গান্ধী তাঁর বক্তব্যের মাধ্যমে জাম্বিয়ার প্রথম রাষ্ট্রপতিকে একজন প্রতিভাবান ব্যক্তিত্ব হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। যিনি ঔপনিবেশিকতার […]

Subscribe US Now

error: Content Protected