স্বীকারোক্তি দিয়েছেন নিজে থেকেই, থানায় গিয়ে বলেছেন এই ঘটনার জন্য তিনি দায়ি । রাগ সামলাতে না পেরে মেয়ের মাথা কেটে ফেলেছেন ধারালো অস্ত্র দিয়ে। ব্যক্তির নাম সারভেস কুমার। তিনি উত্তর প্রদেশের নিবাসী। লখনৌ শহরের থেকে একটু দূরেই পান্ডে তারা গ্রামে ঘটেছে এ ঘটনা রাস্তা দিয়ে নিজের মেয়ের মুন্ডু কেটে নিয়ে হাতে করে ঘুরে বেড়াচ্ছেন বাবা।

ভিন্ন ধর্মে প্রেমের শাস্তি মৃত্যু, এমন ঘটনা একেবারে নতুন ঠিক তা নয়। বহু রাজ্যে এখনো ভিন্ন ধর্ম বা নিচুজাতের বিয়ে করলে সমাজ চ্যুতো করা হয়ে থাকে। কোথাও আবার পরিবারের অভিভাবকরাই নিজেদের সম্মান রক্ষার্থে মেরে ফেলেন সন্তানদের।
রাস্তা দিয়ে চলাকালীন অনেকেই থমকে দাঁড়িয়ে ছিল সারভেসকে দেখে অনেকেই ভয়ে দৌড়ে পালিয়ে ছিল। তারপর কোন এক বিশিষ্ট ব্যক্তি তৎপরতায় খবর দেওয়া হয় পুলিশের কাছে । পুলিশের সামনে দাঁড়িয়েও একই স্বীকারোক্তি দেয় সারভেস। বলেন তার মেয়ের সাথে একটি ছেলের প্রনয়ের সম্পর্ক ছিল ,তাই তা মেনে না নিতে পেরেই এমন ঘটনা ঘটিয়েছেন তিনি। প্রশাসনিক তরফে জানানো হয়েছে খুব শীঘ্রই তার বিরুদ্ধে মামলা দায়ের করা হবে। ।