
রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন রাজ্যপাল জগদীপ ধনখড়। বৃহস্পতিবার দিল্লিতে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিক বৈঠকে মমতাকে নিশানা করেন তিনি। তাঁর অভিযোগ, ‘মুখ্যসচিব, নিরাপত্তা উপদেষ্টাদের দিয়ে রাজনৈতিক কাজ করানো হচ্ছে। আমলারা এখানে রাজনৈতিক দলের অনুগত।’ সংবাদমাধ্যমের কাছে তাঁর প্রশ্ন, ‘পশ্চিমবঙ্গের মতো দেশে আর কোনও রাজ্য আছে কিনা যেখানে আইপিএস, আইএএস–রা রাজনৈতিক ভৃত্য হিসেবে কাজ করেন।’ রাজ্যে পুলিশ–প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে এদিন সাংবাদিক সম্মেলনে রাজ্যপাল অভিযোগ করে জানান, ‘আল কায়দা পশ্চিমবঙ্গে নিজেদের ডালপালা বিস্তার করছে।’ পাশাপাশি পশ্চিমবঙ্গে সুষ্ঠুভাবে কীভাবে নির্বাচন হবে তা নিয়ে সংশয় প্রকাশ করেন তিনি। যদিও এদিন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কী ব্যাপারে তাঁর আলোচনা হল তা নিয়ে কিছু বলতে চাননি রাজ্যপাল। অন্যদিকে, জানা গেছে ১ নভেম্বর থেকে পাহাড়ে থাকবেন রাজ্যপাল।