দিন দিন চওড়া হচ্ছে করোনার গ্রাফ। আতঙ্ককে সঙ্গী করেই দিন কাটছে দেশবাসীর। ভ্যাকসিন বেরোনোর প্রহর গুনছে ভারতবাসী। এরই মাঝে দুঃসংবাদ দিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু। জানানো হয়েছে, করোনা রোগীদের উপর কার্যত কোনও কাজই করছে না রেমডেসিভির।

সারা বিশ্বের ৩০টি দেশের প্রায় ১১ হাজারেরও বেশি মানুষের উপর এই ওষুধ প্রয়োগ করা হয়েছিল। বৃহস্পতিবার তার ফলাফল ইন্টারনেটে অনলাইন হতেই উদ্বেগ বেড়েছে চিকিৎসক-গবেষক-বিশেষজ্ঞদের। ইতিমধ্যে শুরু হয়েছে বিকল্প ভাবনা। হু-এর ক্লিনিক্যাল ট্রায়ালে উঠে এসেছে, করোনা আক্রান্তদের চিকিৎসায় রেমডেসিভির-এর কার্যকারিতা শূন্য। কোভিড রোগীদের হাসপাতালে থাকার মেয়াদ কমাতে কার্যত ব্যর্থ। হু-এর মুখ্য বিজ্ঞানী সৌমা স্বামীনাথন জানিয়েছেন, কার্যকারিতাহীন প্রমাণিত হওয়ায় ক্লিনিক্যাল ট্রায়ালের মাঝপথে জুনেই বন্ধ করে দেওয়া হয় হাইড্রক্সিক্লোরোকুইন এবং লোপানিভির/রিটোনাভির। কিন্তু অন্য দু’টির পরীক্ষা চালিয়ে যাওয়া হয়েছে ৩০টি দেশের ৫ শতাধিক হাসপাতালে। পরবর্তী পদক্ষেপের ওপর নজর রাখা হয়েছে।
