বিশাল ক্ষতির মুখোমুখি ইংল্যান্ড, পাশে দাঁড়ালো বিসিসিআই । এম ভারত নিউজ

user
0 0
Read Time:3 Minute, 8 Second

ম্যাঞ্চেস্টারে ভারত বনাম ইংল্যান্ড সিরিজের পঞ্চম টেস্ট বাতিলের পর বিশাল অঙ্কের আর্থিক ক্ষতির মুখে পড়তে চলেছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড ওরফে ইসিবি। ক্ষতি হতে পারে প্রায় আড়াই কোটি পাউন্ড (ভারতীয় মুদ্রায় প্রায় ২৫৫ কোটি টাকা)। তাই এবার ইংল্যান্ডের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিল সৌরভ গাঙ্গুলির বোর্ড। আর্থিক ক্ষতি পুষিয়ে দিতে আগামী বছর বাড়তি দুটি টি-টোয়েন্টি ম্যাচ খেলার প্রস্তাব দিল বিসিসিআই।

ইংল্যান্ডের এক দৈনিক পেপারের খবর অনুযায়ী, এই বছরেই চার কোটি পাউন্ড (ভারতীয় মুদ্রায় ৪০৭ কোটি টাকার বেশি) ক্ষতি হতে পারে ইসিবি-র। এই আর্থিক ক্ষতির জন্য অনেকাংশে দায়ী বাতিল ম্যাঞ্চেস্টার টেস্টও। এই বিশাল অঙ্কের ক্ষতি মাথায় রেখেই ভারতের তরফ থেকে আরও বাড়তি দু’টি টি-টোয়েন্টি ম্যাচ খেলার প্রস্তাব দেওয়া হয়েছে। তবে সূত্রের খবর, সেই ম্যাচ ম্যাঞ্চেস্টার টেস্টের পরিবর্তে হবে না। সিরিজের অংশ হিসেবে হোক বা আলাদা একটি টেস্ট হিসেবে এই ম্যাচ খেলা হবে।

আগামী বছর জুলাইয়ে কোহলিদের দল তিনটি একদিনের ম্যাচ এবং টি-টোয়েন্টি খেলতে ইংল্যান্ডের মাটিতে। ভারতের তরফ থেকে সেই সময়ই টি-টোয়েন্টি সিরিজের দৈর্ঘ বাড়ানো নিয়ে প্রস্তাব দেওয়া হয়েছে। তবে গোটা বিষয়টি নির্ভর করছে ম্যাচ সম্প্রচারকারীদের রাজি হওয়ার উপর কারণ বাতিল হয়ে যাওয়া ম্যাঞ্চেস্টার টেস্টের জন্য সম্প্রচারকারীরা আড়াই কোটি পাউন্ড বিনিয়োগ করেছিলেন। দু’টি টি-টোয়েন্টি থেকে সেই টাকা ওঠার সম্ভাবনা অনেকটাই কম। ম্যাঞ্চেস্টার টেস্ট বাতিলের জন্যে অনেকেই দোষী করেছিলেন কোহলিদের। তাঁরা আইপিএলের জন্যে ম্যাচ বাতিল করেছেন এমন অভিযোগও উঠেছিল। কিন্তু পরবর্তীকালে এ বিষয়ে মুখ খোলেন বিসিসিআই প্রধান সৌরভ গাঙ্গুলি। তিনি স্পষ্ট জানিয়ে দেন,টেস্ট বাতিলের জন্য কোহলীরা দায়ী নন। আইপিএলও কোনোভাবেই টেস্ট বাতিলের কারণ নয়।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

গুজরাটে শপথ গ্রহণ ভূপেন্দ্র প্যাটেলের । এম ভারত নিউজ

গুজরাটের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করলেন ভূপেন্দ্র প্যাটেল। আজ এক রাজকীয় অনুষ্ঠানের মাধ্যমে শপথ গ্রহণ হয়। গুজরাটের সতেরো তম মুখ্যমন্ত্রী হিসেবে মসনদে বসলেন তিনি। গুজরাটের রাজ্যপাল এদিন তাকে শপথবাক্য পাঠ করান। উপস্থিত ছিলেন একঝাঁক নেতা মন্ত্রী। বেশ নাটকীয় জীবন ভূপেন্দ্রর। ছিলেন একজন সিভিল ইঞ্জিনিয়ার। পরে রাজনীতির প্রতি টান আর […]

Subscribe US Now

error: Content Protected