এ যেন এক স্বপ্নপূরণ ! বিশ্বের দ্বিতীয় খরস্রোতা নদীর উপর তৈরি হলো সেতু। বিশ্বের প্রথম খরস্রোতা নদী হলো আমাজন যার উপর কোন সেতু নেয়। ৩০ হাজার ১৯৪ কোটি টাকা ব্যয়ে পদ্মা নদীর উপর তৈরি হল 6. 15 কিলোমিটার পদ্মা সেতু। শনিবার বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রথম টোল দিয়ে উদ্বোধন করলেন বাংলাদেশেবাসীর স্বপ্নের পদ্মা সেতু। এই পদ্মা সেতু তৈরি হতে সময় লেগেছে প্রায় আট বছর। 14000 দেশী বিদেশী শ্রমিক 2500 ইঞ্জিনিয়ার, 300 পরামর্শদাতার অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে শনিবার বাংলাদেশবাসীর স্বপ্নের পদ্মা সেতু বাস্তব রূপ পেল। প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধনী ভাষণে বলেন পদ্মা সেতু শুধুমাত্র আমাদের কাছে আত্মমর্যাদা বা সক্ষমতা নয় পুরো জাতিকে অপমান করার প্রতিশোধ। এদিন বাংলাদেশ জুড়ে শুরু হয় এক উৎসবের মেজাজ এ যেন দ্বিতীয়বার স্বাধীনতা পাওয়া। এই সেতুর ফলে ঢাকার সাথে দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমের অঞ্চলগুলির যাওয়ার দূরত্ব অনেকটা কমবে ও অর্থ সাশ্রয় হবে। শুধুমাত্র বাংলাদেশের মধ্যে নয় কলকাতা থেকে ঢাকার দূরত্ব আগে যেটা 16 ঘন্টা লাগতো সেটা এখন লাগবে মাত্র 6 ঘন্টা। রবিবার সকাল ছয়টা থেকে এই সেতু সাধারণের জন্য খুলে দেওয়া হবে।
খুলল স্বপ্নের পদ্মা সেতু, উদ্বোধনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা । এম ভারত নিউজ
Read Time:1 Minute, 56 Second