জুনিয়র বনাম জুনিয়র! আর জি করে নতুন সংগঠনের আত্ম প্রকাশ। এম ভারত নিউজ

admin

সংগঠনের আহ্বায়ক তথা জুনিয়র চিকিৎসক শ্রীশ চক্রবর্তী….

0 0
Read Time:2 Minute, 44 Second

হুমকি সংস্কৃতি নিয়ে এবার জুনিয়র ডাক্তার বনাম জুনিয়র ডাক্তার। অনিকেত, দেবাশিস, কিঞ্জলদের বিরুদ্ধে অভিযোগ শ্রীশ, প্রণয়দের। জানা গেছে , এদিন দুপুরে আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে গণ কনভেনশন চলাকালীন হঠাৎ জুনিয়র চিকিৎসকদের পালটা সংগঠনের আত্মপ্রকাশ হয়। ইতিমধ্যেই লোগো প্রকাশও সেরে ফেলেছেন তারা । দাবি, অপপ্রচার রুখতে এই সিদ্ধান্ত।

শনিবার দুপরে সাংবাদিক বৈঠকে নয়া সংগঠনের আহ্বায়ক তথা জুনিয়র চিকিৎসক শ্রীশ চক্রবর্তী বিক্ষোভকারীদের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ আনেন। তাদের দাবি, “আমাদের বিরুদ্ধে হওয়া অন্যায় শেষ হয়নি । বরং বেড়ে চলেছে । তিনি বলেন, গত 9 আগষ্ট আমাদের সঙ্গে খুব খারাপ ঘটনা ঘটেছে। আমরা বলেছিলাম আমরা এ রকম কর্ম বিরতি চাইনি। আমরা বিচার চাই তবে রোগী পরিষেবাই আমাদের লক্ষ্য। কিছু লোক রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্য আমাদের ব্যবহার করছেন । তখন আমাদের বিরুদ্ধে থ্রেট কালচার এর অভিযোগ আনা হয়। একটি তদন্ত কমিটি বসে। আমাদের কথা শুনল না। আমাদের কলেজে ঢোকা বন্ধ করে দেওয়া হয়।”

তাঁর আরও অভিযোগ, “আমাদের ক্রিমিনাল বলা হয়। অথচ অভয়া দিদির নামে ৪.৭৫ লক্ষ টাকা তোলা হয়েছে। রিয়া বেরার নামে টাকা তুলছে। তারা কি নটোরিয়াস ক্রিমিনাল নন! আমাদের কেরিয়ার শেষ করার জন্য লেগে পড়ে। আমরা সব মেডিক্যাল কলেজের সকলকে আমন্ত্রণ জানাই। আপনারা আসুন। সবাইকে আহ্বান জানাই। ঘোষণা করছি, ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস অ্যাসোসিয়েশন সবার জন্য আছে। সবরকম বাধা দেওয়া হলে আছি। থ্রেট কালচার না টেরর কালচার বলছি। আমাদের টেরর করা হয়েছে।” যদিও এই অভিযোগ অস্বীকার করেছেন কিঞ্জলরা।

আরও পড়ুন

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

অমিত শাহ রাজনৈতিক পর্যটক, বাংলায় প্রভাব নেই: কুনাল ঘোষ। এম ভারত নিউজ

রাজ্যে এসে পেট্রাপোলে একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন তিনি

You May Like

Subscribe US Now

error: Content Protected