বৃহস্পতিবার বেলা ১ টা নাগাদ আগুন লাগে পুনের মঞ্জুরি অঞ্চলের সিরাম ইনস্টিটিউটে। এ ঘটনার পর থেকেই চাঞ্চল্য ছড়ায় গোটা দেশে।সিরাম ইন্সটিটিউটের ১ নম্বর টার্মিনালের গেট থেকে কুণ্ডলী পাকানো আগুনের ধোঁয়া উঠতে দেখা যায়। সিরামেই তৈরি হয়েছে কোভিশিল্ড ভ্যাকসিনটি। সূত্রের খবর অনুসারে জানা গেছে আগুন লেগেছে বিসিজি ও রোটাভ্যাকসিন ইউনিটের চতুর্থ ও পঞ্চম তলে। সুরক্ষিত রয়েছে কোভিড ভ্যাকসিন ইউনিট।

শ্রীরাম ইনস্টিটিউট এর তরফ থেকে জানানো হয়েছে চিন্তার কোন কারণ নেই কারণ কোভিশিল্ড টিকার কোন প্রকার ক্ষতি হয়নি ।তা যথেষ্ট সুরক্ষিত অবস্থায় রয়েছে। এক্ষেত্রে মহারাষ্ট্রের খাদ্য ঔষধ মন্ত্রী রাজেন্দ্র সিংহ জানিয়েছেন আগুন লেগেছিল বিসিজি কারখানায় সেক্ষেত্রে যথেষ্ট করোনার টিকা সুরক্ষিত রয়েছে। সূত্রের খবর অনুসারে এই ঘটনার নিয়ন্ত্রণের জন্য মোট 18 টি দমকলের ইঞ্জিন আনতে হয়েছিল। যথেষ্ট তৎপরতার সাথে তারা তাদের কাজ করে চলেছেন ।এখনো পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি ।পাশাপাশি সাবধানতার সাথে বের করে আনা হয়েছে বিল্ডিংয়ে আটকে পড়া মানুষদের।