নবির হাতেই মুক্তি পেল নতুন দল ‘ডেমোক্র্যাটিক আজাদ পার্টি’ । এম ভারত নিউজ

admin
0 0
Read Time:2 Minute, 9 Second

কংগ্রেসে মোহভঙ্গ হয়েছিল অনেক আগেই, কিন্তু গুলাম নবি আজাদ কংগ্রেস ছাড়েন ২৬ আগস্ট। কংগ্রেসের ৭৩ বছরের প্রবীণ নেতা দল ছাড়ার আগে রাহুল গান্ধীর বিরুদ্ধে অভিযোগ করে বলেন, তাঁদের জন্যই কংগ্রেস ধ্বংস হয়ে গিয়েছে। গুলাম নবি আজাদ কংগ্রেস ছাড়ার পর অনেকেই ভেবেছিল যে, তিনি বিজেপিতে যোগদান করতে পারেন কিন্তু তিনি ঘোষণা করেন যে, কাশ্মীরে তিনি নিজেরই একটা নতুন দল গড়বেন। নিজের কথা মতই সোমবার নিজের নতুন দলের নাম ঘোষণা করলেন গুলাম নবি । তাঁর নতুন দলের নাম দিলেন ‘ডেমোক্র্যাটিক আজাদ পার্টি’। এছাড়া তিনি নীল-সাদা-হলুদ রঙের পতাকার উন্মোচনও করেন। সাংবাদিক বৈঠকে গুলাম বলেন “আমরা স্বাধীন চিন্তা ও আদর্শ মেনে চলব, এটি একটি গণতান্ত্রিক দল হিসেবে গঠিত হবে, দল কখনওই জাত-ধর্ম নিয়ে রাজনীতি করবে না”।

তিনি আরও বলেন, “আমরা সাধারণ মানুষের কাছে আমাদের দলের নাম জানতে কি রাখা যায় জানতে চেয়েছিলাম, আমাদের কাছে প্রায় ১ হাজার ৫০০ টি নাম জমা পড়েছিল। আমরা চেয়েছিলাম দলের নামে ‘গণতান্ত্রিক’, ‘শান্তিপূ্র্ণ’ ও ‘স্বাধীনতা জাতীয় শব্দ থাকুক তাই আমরা আমাদের দলের নাম দিয়েছি ‘ডেমোক্র্যাটিক আজাদ পার্টি’।” গুলাম নবি আজাদ বলেন, এখন তাঁদের প্রথম লক্ষ্য রাজনৈতিক দলটিকে নথিভুক্ত করা ও রাজনৈতিক কার্যক্রম অব্যাহত রাখা।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

ঘড়িতে ৮টা, খোঁজ মিলছে না মানিক ভট্টাচার্যের । এম ভারত নিউজ

ঘড়িতে বেজে গিয়েছে রাত ৮টা । আর এই সময়েই মধ্যেই নিজাম প্যালেস হাজিরা দেওয়ার কথা ছিল মানিক ভট্টাচার্যের । তাঁর বাড়িতেও এই মুহূর্তে পৌছে গিয়েছে পুলিশ। কলকাতা হাইকোর্টের নির্দেশ অনুযায়ী সিবিআই দপ্তর নিজাম প্যালেসে রাত ৮টার মধ্যে পৌছোনোর কথা ছিল তাঁর । কোর্ট থেকে জানানো হয়েছিল তাঁকে হাজিরার নির্দেশ দিলেও […]

Subscribe US Now

error: Content Protected