মণিপুর জঙ্গি হামলায় নিন্দা প্রকাশ এন বিরেন সিংয়ের । এম ভারত নিউজ

Mbharatuser
0 0
Read Time:2 Minute, 0 Second

মনিপুরের চুরাচন্দ্রপুর জেলায় আসাম রাইফেল ফ্যাক্টরিতে হঠাৎই হামলা করে জঙ্গিরা। যার ফলে আচমকাই মৃত্যু হয় এক কমান্ডিং অফিসার সহ ৪ জন জওয়ানের। ইতিমধ্যেই এই ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন মনিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং। প্রসঙ্গত উল্লেখ্য নিজের সোশ্যাল মিডিয়ায় একটি টুইটের মাধ্যমে তিনি জানান, ইতিমধ্যেই এই ঘটনার তীব্র নিন্দা করছি। শুধু তাই নয় ২৬ নম্বর রাইফেল ফ্যাক্টরিতে কনভয়ের উপর করা এই হামলা এক কাপুরুষতার পরিচয় দেয়। তবে ঠিক কোন জঙ্গি সংগঠনের তরফ থেকে এই হামলা করা হয়েছে, সেই বিষয়ে বিশেষ তথ্য জানতে পারা যায়নি।

প্রসঙ্গত উল্লেখ্য এই ঘটনায় মৃত্যু হয়েছে বিপ্লব ত্রিপাঠি নামের এক কমান্ডিং অফিসারের। এছাড়াও হামলার সময় ওই একই জায়গায় উপস্থিত ছিলেন তাঁর স্ত্রী সন্তান এবং গাড়ি চালকসহ আরও দুজন ব্যক্তি। জানা যায় সেই সময়ে ওই একই ক্যাম্পাসে উপস্থিত ছিল কুইক একশান টিমের সদস্যরা। তবে জঙ্গী হামলার সময়ে কোনও বিশেষ সাবধানতা অবলম্বন করতে পারেননি তাঁরা। যার ফলে মৃত্যু হয়েছিল এবং তার পরিবারের বেশ কয়েকজন সদস্যের। ইতিমধ্যেই রাজ্য পুলিশের তরফ থেকে চূড়ান্ত তল্লাশি শুরু করা হয়েছে সেই এলাকায়। এছাড়াও দোষীদের শাস্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

পুরভোট নিয়ে প্রস্তুতি তুঙ্গে রাজ্যে । এম ভারত নিউজ

উপনির্বাচন মিটতে না মিটতেই রাজ্যে পুরভোটের প্রস্তুতি শুরু হয়েছে জোর কদমে। জানা যাচ্ছে, আজ পুরভোটের প্রস্তুতি নিয়ে ইতিমধ্যেই বৈঠকে বসেছে রাজ্য নির্বাচন কমিশন। আজকের এই বৈঠকে উপস্থিত রয়েছেন রাজ্যের মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিবসহ, ডিজিও। মূলত পুরভোটের আগেই রাজ্যে বিভিন্ন প্রান্তের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে পর্যালোচনা করা হবে বলেই জানা যাচ্ছে, জরুরী […]

You May Like

Subscribe US Now

error: Content Protected