হাথরসকাণ্ড ভেরি এক্সট্রা অর্ডিনারি অর্থাৎ অত্যন্ত বিরল। মঙ্গলবার এমনই মন্তব্য করল সুপ্রিম কোর্ট। পাশাপাশি কেন রাতের অন্ধকারে নির্যাতিতার দেহ পুড়িয়ে ফেলা হল তা নিয়ে রীতিমত প্রশ্নের মুখে পড়তে হয়েছে যোগী প্রশাসনকে। দেশের শীর্ষ আদালত হাথরসকাণ্ডে নিরপেক্ষ তদন্তের আশ্বাসের পাশাপাশি সাক্ষীদের নিরাপত্তার জন্য কী কী পদক্ষেপ গ্রহণ করা হয়ে তা নিয়ে যোগী প্রশাসনের কাছে হলফনামা জমা দিতে বলা হয়েছে। নির্যাতিতার পরিবার কোনও আইনজীবী নিয়োগ করেছে কিনা তাও জানতে চাওয়া হয়েছে উত্তর প্রদেশ সরকারের কাছ থেকে। তবে সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতির অধীনে তদন্তের বিষয়টি নিয়ে আলোচনা করেই সিদ্ধান্ত জানান হবে বলে জানিয়েছে কোর্ট। অন্যদিকে হাথরসের নির্যাতিতার নাম সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করে দেওয়ায় অভিনেত্রী স্বরা ভাস্কর-সহ কয়েক জনকে কারণ দর্শানোর নোটিস পাঠিয়েছে জাতীয় মহিলা কমিশন। এরই মাঝে আজ নির্যাতিতার বাড়িতে যান সিপিএম সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি সহ বামেদের একটি প্রতিনিধি দল। পাশাপাশি হাথরসকাণ্ড নিয়ে স্বতোপ্রণোদিত মামলা দায়ের করেছে ইলাহাবাদ হাইকোর্ট।
