১০ মে পর্যন্ত সমস্ত পুলিশ কর্মীর ছুটি বাতিল করল কলকাতা পুলিশ । আসন্ন বিধানসভা ভোটের জন্যেই এই ঘোষণা লালবাজারের । তবে জরুরি জরুরি পরিস্থিতিতে মিলবে ছুটি । এক নির্দেশিকা জারি করে এমনটাই জানিয়েছেন কলকাতা পুলিশ কমিশনার সৌমেন মিত্র । আগামী ৭ মার্চ থেকে ১০ মে পর্যন্ত ভোট চলাকালিন সমস্ত পুলিশ কর্মীদের ছুটি বাতিল করা হয়েছে বলেই সেই নিরদেশিকায় বলা হয়ছে ।

উল্লেখ্য নির্বাচনের দন-ক্ষণ ঘোষনার পরেই নির্বাচন কমিশন রাজ্য পুলিশে বড় রকমের রদবদল করে । এডিজি (আইনশৃঙ্খলা) জাভেদ শামিমকে পাঠানো হল দমকল বিভাগে আর তাঁর জায়গায় আনা হয়েছে জগমোহনকে । যদিও কিছুদিন আগে নবান্নের তরফে কলকাতা পুলিশের স্পেশাল পুলিশ কমিশনার থেকে রাজ্য পুলিশের এডিজি (আইনশৃঙ্খলা) পদে বদলি করে নিয়ে আসা হয় জাভেদ শামিমকে। তবে আসন্ন ভোটের আগে কোন রকম রিস্ক নিতে চায়না কমিশন তাই এই রদবদল বলেই জানানো হয়েছে ।