ভোট-পরবর্তী অশান্তি মামলায় বিস্ময়কর তথ্য পেশ রাজ্যের । এম ভারত নিউজ

admin
0 0
Read Time:2 Minute, 22 Second

ভোট-পরবর্তী অশান্তি মামলায় শীর্ষ আদালতে বিস্ফোরক তথ্য পেশ রাজ্যের। ইতিমধ্যেই রাজ্য সরকারের তরফ থেকে নোট পেশ করা হল সুপ্রিম কোর্টে। সেখানে তাঁদের তরফ থেকে দাবি জানানো হয়েছে, ২৮৭৭ অভিযোগের মধ্যে ১৩৫৬ টি অভিযোগই ভিত্তিহীন। বঙ্গ বিধানসভা নির্বাচন ২০২১ এর ফল প্রকাশের পর থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্তে অশান্তির বাতাবরণ তৈরি হয়েছিল। আর সেই নিয়েই ভোট পরবর্তী হিংসা মামলার তদন্ত শুরুর নির্দেশ দেয় শীর্ষ আদালত। অপেক্ষাকৃত বৃহত্তর অভিযোগ গুলির তদন্তভার দেওয়া হয়েছে সিবিআইয়ের হাতে। বাকি মামলার দায়িত্বে রয়েছে সিট।

আজ আদালতে রাজ্যের তরফ থেকে দাবি জানিয়ে বলা হয়েছে ১৪২৯ টি মামলা দায়ের করেছে পুলিশ। সব মিলিয়ে মোট এফআইআর দায়ের করা হয়েছে ৬৫২টি। মামলার তদন্তে নেমে ৮৮৫২ জনকে অভিযুক্ত হিসেবে পাওয়া গিয়েছে। এখনও পর্যন্ত গ্রেফতার হয়েছে ৫১৫৪ জন। এদের মধ্যে অনেকেই আত্মসমর্পণ করেছেন বা জামিনে মুক্তি নিয়েছেন। শুধু তাই নয়, এছাড়াও ভোট-পরবর্তী হিংসার পরিস্থিতিতে নিষ্ক্রিয় ভূমিকার অভিযোগ উঠেছিল রাজ্য পুলিশের বিরুদ্ধে। এই অভিযোগ করেছিলেন ভারতীয় মানবাধিকার কমিশনের সদস্যরা। তবে আজ এই অভিযোগকে সম্পূর্ণ ভুল বলে দাবি করল রাজ্য সরকার। তাছাড়া জানানো হয়েছে গত ৫ ই মে শপথ গ্রহণ করেছেন মুখ্যমন্ত্রী। তাঁর আগে পর্যন্ত রাজ্যের আইন শৃংখলার দায়িত্বে ছিল নির্বাচন কমিশন। সেক্ষেত্রে এই কঠিন পরিস্থিতিতে রাজ্য সরকারের বিরুদ্ধে অভিযোগ তোলা যুক্তিসঙ্গত নয়।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

জারি থাকছে ভারী বৃষ্টি, বিজ্ঞপ্তি আবহাওয়া দপ্তরের । এম ভারত নিউজ

বর্ষা পেরিয়ে শরৎ এলেও এখনও রোদ ঝলমলে আকাশের দেখা মেলেনি। পেঁজা তুলোর মত মেঘ নয় আকাশ জুড়ে এখন কালো মেঘের ঘনঘটা। আবহাওয়া দপ্তরের সতর্কতা এত সহজে মুক্তি মিলবে না এই দূর্যোগ থেকে। ফের বঙ্গোপসাগরে তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত। যার ফলে দুই বঙ্গে আবারও নামবে তুমুল বৃষ্টি। উল্লেখ্য গাঙ্গেয় পশ্চিমবঙ্গে সৃষ্ট ঘূর্ণাবর্তের […]

Subscribe US Now

error: Content Protected