দফায় দফায় জেরা, মানিকের বিরুদ্ধে ৯৯ পাতার চার্জশিট! এম ভারত নিউজ

admin

নিয়োগ দুর্নীতি মামলার তদন্ত করতে গিয়ে মানিকের কোটি কোটি টাকা ও সম্পত্তির হদিশ আগেই পেয়েছেন তদন্তকারীরা

0 0
Read Time:2 Minute, 45 Second

একদিকে একের পর এক মামলায় জড়িয়ে পড়ছেন প্রাক্তন পর্ষদ সভাপতি মানিক ভট্টাচার্য, তার মধ্যে সামনে এল আরও তথ্য। তদন্তে একের পর এক ব্যাঙ্ক অ্যাকাউন্টের হিসেব। মানিক ভট্টাচার্য ও তাঁর পরিবারের সদস্যদের নামে অন্তত ৬১টি ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে বলে কলকাতা হাইকোর্টে জানিয়েছে ইডি। সে সব অ্যাকাউন্টে থাকা টাকার হিসেবও পেয়েছে কেন্দ্রীয় সংস্থা। আর এই তথ্য শুনে বিস্ময় প্রকাশ করেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।

নিয়োগ দুর্নীতি মামলার তদন্ত করতে গিয়ে মানিকের কোটি কোটি টাকা ও সম্পত্তির হদিশ আগেই পেয়েছেন তদন্তকারীরা। এবার এই অ্যাকাউন্টগুলিতেও নজর রাখছেন তাঁরা। জানা গিয়ে জেরায় মানিক ভট্টাচার্য ২৫টি অ্যাকাউন্টের কথা স্বীকার করেছেন। সম্প্রতি কলকাতা হাইকোর্টের নির্দেশে জেলে গিয়ে জেরা করা হয়েছে মানিককে। প্রাথমিকের পোস্টিং সংক্রান্ত একটি নতুন মামলাতেও নাম জড়িয়েছে তাঁর। যেহেতু সেই প্রক্রিয়ার সময় পর্ষদের সভাপতি ছিলেন মানিক, তাই তাঁর যোগ থাকার সম্ভাবনার কথা উড়িয়ে দেয়নি আদালত। সে কারণেই জিজ্ঞাসাবাদ করার নির্দেশ দেওয়া হয়েছিল।

চলতি সপ্তাহে দু’দিন মিলিয়ে প্রায় তিন দফায় চলে সেই জিজ্ঞাসাবাদ। পরে মানিকের বিরুদ্ধে একটি নতুন এফআইআর দায়ের করেছে সিবিআই। প্রতারণা, অপরাধ মূলক ষড়যন্ত্র সহ একাধিক ধারায় মামলা হয়েছে তাঁর বিরুদ্ধে। ইডি চার্জশিট অনুযায়ী, মানিকের ছেলে সৌভিকের ৩২টি কোম্পানিতে ৩ লক্ষ ৪ হাজার টাকার শেয়ার রয়েছে। মানিকের স্ত্রী-ছেলের সঙ্গে পরিবারের বাইরের লোকের ১০টি অ্যাকাউন্টের হদিশ পাওয়া গিয়েছে, যেগুলির তথ্য জিজ্ঞাসাবাদের সময় তাঁরা ইচ্ছাকৃত ভাবে লুকিয়েছিলেন বলে দাবি করা হয়েছে ইডির চার্জশিটে।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

১৫০ কোটির টেন্ডার বেনিয়ম, বিস্ফোরক অভিযোগ শুভেন্দুর! এম ভারত নিউজ

সেই মতো ওয়ার্ক অর্ডার দেওয়ার প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছিল। কিন্তু এরপরই সমস্যা শুরু হয় বলে দাবি শুভেন্দুর

Subscribe US Now

error: Content Protected