কোন রাজ্যে কত শতাংশ ভোট পড়ল, দেখে নিন এক নজরে। এম ভারত নিউজ

admin

ভোট দেন ১৬.৬৩ কোটি মানুষ। এর মধ্যে প্রথমবার……

0 0
Read Time:4 Minute, 0 Second

বিক্ষিপ্ত অশান্তির খবর পাওয়া গেলেও দেশজুড়ে ভালোভাবে সম্পন্ন হল প্রথম দফার ভোটগ্রহণ। মোট ২১টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের ১০২টি আসনে ভোট গ্রহণ হয় আজ। ভোট দেন ১৬.৬৩ কোটি মানুষ। এর মধ্যে প্রথমবার ভোট দেবেন ৩৫.৬৭ লক্ষ যুবক-যুবতী।

কোন রাজ্যে কত শতাংশ ভোট পড়ল এযাবৎ, দেখে নিন এক নজরে

তামিলনাড়ু
১) ৬২. ০ শতাংশ (বিকেল ৫)
২) ৫১ শতাংশ (দুপুর ৩)
৩) ৩৯.৪৩ শতাংশ (দুপুর ১)

উত্তরাখণ্ড
১) ৫৩. ৬ শতাংশ (বিকেল ৫)
২) ৪৫. ৫৩ শতাংশ (দুপুর ৩)
৩) ৩৭.৩৩ শতাংশ (দুপুর ১)

অরুণাচল প্রদেশ
১) ৬৩. ৪ শতাংশ (বিকেল-৫)
২) ৫৩. ০২ শতাংশ (দুপুর ৩)
৩) ৩৪.৯৯ শতাংশ (দুপুর ১)

মেঘালয়
১) ৬৯. ৯ শতাংশ (বিকেল ৫)
২) ৬১. ৯৫ শতাংশ (দুপুর ৩)
৩) ৪৮.৯১ শতাংশ ( দুপুর ১)

আন্দামান নিকোবর
১) ৫৬. ৯ শতাংশ (বিকেল-৫ )
২) ৪৫.৪৮ শতাংশ (দুপুর ৩)
৩) 37.7 শতাংশ (দুপুর ১)

মিজোরাম
১) ৫২. ৭ শতাংশ (বিকেল ৫)
২)৪৮.৯৩ শতাংশ (দুপুর ৩)
৩ ) ৩৬.৬৭ শতাংশ (দুপুর ১)

নাগাল্যান্ড
১) ৫৫. ৮ শতাংশ (বিকেল ৫)
২) ৫০.৬১ শতাংশ (দুপুর ৩)
৩) ৩৮.৮৩ শতাংশ (দুপুর ১)

পুদুচেরি
১) ৭২.৮ শতাংশ (বিকেল ৫)
২)৫৮. ৮৬ শতাংশ (দুপুর ৩)
৩) ৪৪.৯৫ শতাংশ (দুপুর ১)

সিকিম
১) ৬৮. ১ শতাংশ (বিকেল ৫)
২) ৫২.৭২ শতাংশ (দুপুর ৩)
৩) ৩৬.৮২ (দুপুর ১)

লাক্ষাদ্বীপ
১) ৫৯. ০ শতাংশ (বিকেল-৫)
২) ৪৩. ৯৮ শতাংশ (দুপুর ৩)
৩) ২৯.৯১ শতাংশ (দুপুর ১)
এরাজ্যের তিনটি কেন্দ্রের পাশাপাশি

রাজস্থান
১) ৫০. ৩ শতাংশ (বিকেল-৫)
২) ৪১.৫১ শতাংশ (দুপুর ৩)
৩) ৩৩.৭৩ শতাংশ (দুপুর ১)

উত্তরপ্রদেশ– ১) ৫৭. ৫ শতাংশ (বিকেল ৫)
২) ৪৭. ৪৪ শতাংশ (দুপুর ৩)
৩) ৩৬.৯৬ (দুপুর ১)

মধ্যপ্রদেশ– ৬৩. ৩ শতাংশ (বিকেল-৫)
৫৩.৪০ শতাংশ (দুপুর ৩)
৪৪.১৮ শতাংশ (দুপুর ১)

অসম– ৭০.৮ শতাংশ (বিকেল-৫)
৬০.৭০ শতাংশ (দুপুর ৩)
৪৫.১২ শতাংশ (দুপুর ১)

মহারাষ্ট্র – ৫৪. ৯ শতাংশ (বিকেল ৫)
৪৪.১২ শতাংশ (দুপুর ৩)
৩২.৩৬ শতাংশ ( দুপুর ১)

বিহার– ৪৬. ৩ শতাংশ (বিকেল-৫)
৩৯. ৭৩ শতাংশ (দুপুর ৩)
৩২.৪১ শতাংশ (দুপুর ১)

মণিপুর – ৬৭. ৭ শতাংশ (বিকেল ৫)
৬২.৫৮ শতাংশ (দুপুর ৩)
৪৫.৬৮ শতাংশ (দুপুর ১)

ত্রিপুরা– ৭৬. ১ শতাংশ (বিকেল ৫)
৬৮. ৩৫ শতাংশ (দুপুর ৩)
৫৩.০৪ শতাংশ (দুপুর ১)

জম্মু কাশ্মীর– ৬৫. ১ শতাংশ (বিকেল ৫)
৫৭.০৯ শতাংশ (দুপুর ৩)
৪৩.১১ শতাংশ (দুপুর ১)

ছত্তিশগড়– ৬৩. ৪ শতাংশ (বিকেল ৫ )
৫৮.১৪ শতাংশ (দুপুর ৩)
৪২.৫৭ শতাংশ (দুপুর ১)

পশ্চিমবঙ্গ– ৭৭.৬ শতাংশ (বিকেল ৫)
৬৬. ৩৪ শতাংশ (দুপুর ৩)
৫০.৯৬ শতাংশ (দুপুর ১)

আরও পড়ুন

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

বদলে গেল ডিডির লোগো, গেরুয়া রঙ নিয়ে সমালোচনা বিরোধীদের। এম ভার‍ত নিউজ

এদিকে লোকসভা নির্বাচনের আগে লোগো পরিবর্তনের...

Subscribe US Now

error: Content Protected