Read Time:55 Second
করোনা আক্রান্ত প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। নিজেই টুইট করে নিজের অসুস্থতার কথা জানিয়েছেন প্রণববাবু। তাঁর ট্যুইটের মাধ্যমেই জানা গেছে যে তিনি অন্য একটি দরকারে হাসপাতালে গিয়েছিলেন। তখনই তাঁর করোনা পরীক্ষা হয় এবং কোভিড রিপোর্ট পজিটিভ আসে ।অসুস্থতার খবর জানানোর পাশাপাশি গত এক সপ্তাহে যে বা যাঁরা তাঁর সংস্পর্শে এসেছেন, সবাইকে সাবধানতা অবলম্বনের জন্য অনুরোধ করেছেন তিনি । সবাই যাতে সেল্ফ আইসোলেশনে চলে যায় ও নিজেদের কোভিড পরীক্ষা করিয়ে নেয়, সেই অনুরোধও করেন তিনি।
