নেতাজির মৃত্যু বার্ষিকী নিয়ে টুইট করে বিপাকে বিজেপি-কংগ্রেস । এম ভারত নিউজ

user
0 0
Read Time:2 Minute, 28 Second

নেতাজির জন্মতিথি নিয়ে সদা সচেতন দেশবাসী। তবে নেতাজির মৃত্যু বার্ষিকী নিয়ে কোন মাথাব্যাথা নেই কারোরই। কেউ কেউ মনে করেন ১৯৪৫ সালের ১৮ ই আগস্ট তাইওয়ানের তাইপেইতে বিমান দুর্ঘটনায়, মৃত্যু হয়েছিল দেশনায়ক নেতাজি সুভাষচন্দ্র বসুর। যদিও সে বিষয়ে এখনও পর্যন্ত যথেষ্ট প্রমাণ পাওয়া যায়নি। কেউ কেউ বলেন সেদিন সেই বিমানে ছিলেন না নেতাজি। আর এমত পরিস্থিতিতেই আজ সকালে নেতাজির মৃত্যু বার্ষিকী নিয়ে শ্রদ্ধার্ঘ্য টুইট করে বিপাকে পড়লেন প্রাক্তন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী। একই বিপাকে পড়তে দেখা গেল কংগ্রেসকেও। আজ সকালেই নেতাজির মৃত্যু বার্ষিকী হিসেবে টুইট করেন রমেশ পক্রিয়াল। সেখানে তিনি লেখেন, ‘দেশনায়ক নেতাজি সুভাষচন্দ্র বসুর মৃত্যু বার্ষিকীতে সশ্রদ্ধ শ্রদ্ধার্ঘ্য জানাই। নেতাজির ত্যাগ ও সংগ্রাম দেশের প্রতি নিষ্ঠা সমস্ত তরুণদের জন্য অনুপ্রেরণা, জয় হিন্দ!’ এছাড়া কংগ্রেসের তরফ থেকে লেখা হয়, আজ দেশনায়ক নেতাজি সুভাষচন্দ্র বসুর মৃত্যুদিন।

যদিও ইতিমধ্যেই এই প্রসঙ্গে তীব্র বিরোধিতা করেছেন তৃণমূলের কুনাল ঘোষ। এই প্রসঙ্গে তিনি টুইট করে বলেন, “এই বিষয়ে তীব্র বিরোধিতা করছি । এই দিনে নেতাজির মৃত্যুর কোনও প্রমাণ নেই। এখনও পর্যন্ত কংগ্রেস এবং বিজেপি কেউই নেতাজির শেষ পরিণতি সন্ধানের চেষ্টা করেননি। দয়া করে ভারত এবং বাংলার আবেগ নিয়ে খেলবেন না। প্রথমে নেতাজির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করুন। পাশাপাশি ক্লাসিফায়েড ফাইল প্রকাশ্যে আনুন।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

আফগান মহিলাদের জন্য বাধ্যতামূলক করা হল হিজাব । এম ভারত নিউজ

ইতিমধ্যেই আফগানিস্তানের দখল নিয়েছে তালিবানরা । তারপর থেকেই আফগানিস্তানের মহিলা থেকে পুরুষ সকলের ওপর নিজেদের শাসনের নিয়মাবলী চাপিয়ে দিচ্ছে তাঁরা। নিজেদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত আফগানিস্তানের মহিলারা। তাহলে কি ফের সেই কালো অন্ধকারে তলিয়ে যেতে চলেছে তাঁদের ভবিষ্যৎ! গত দু’দিনে আফগানিস্থানে বোরখার দাম বেড়েছে ১০%। তালিবানদের থেকে নিজেদেরকে বোরখায় ঢাকতে ব্যস্ত […]
News_809

You May Like

Subscribe US Now

error: Content Protected