মোহনবাগানের সঙ্গে যাত্রা শেষ সৃঞ্জয় বসুর । এম ভারত নিউজ

Mbharatuser
0 0
Read Time:2 Minute, 8 Second

সবুজ মেরুনের সচিব পদ ছাড়ার সিদ্ধান্ত নিলেন সৃঞ্জয় বসু । অবশেষে মাঠের সঙ্গে দীর্ঘদিনের যাত্রায় বিরতি দিতে চলেছেন তিনি। ২০২০ সালে দলের সচিব পদে যোগদান করেছিলেন তিনি । এমনকি তাঁর সময়কালে এটিকে’র সঙ্গে যোগদান করে মোহনবাগান । বর্তমানে দলের নাম এটিকে মোহনবাগান । আর সেই দলেরই একজন ডিরেক্টর পদে কর্মরত রয়েছেন তিনি। তবে ইতিমধ্যেই মোহনবাগান ক্লাব সভাপতি স্বপনসাধন বসুর কাছে নিজের ইস্তফা পত্র জমা দিয়েছেন তিনি। দীর্ঘদিনের সম্পর্কে বিরতির আগেই সকলকে ধন্যবাদ জানিয়েছেন তিনি। জানিয়েছেন একান্ত ব্যক্তিগত কারণেই মোহনবাগান ক্লাবের সচিব পদ ছাড়তে বাধ্য হচ্ছেন তিনি। তবে আগামী দিনেও কোনও গুরুত্বপূর্ণ পদে তিনি থাকতে চলেছেন কিনা ,সেই বিষয়ে এখনও পর্যন্ত কিছু জানা যায়নি। এমনকি এই বিষয়ে এখনও পর্যন্ত দলের তরফে কোনও বিজ্ঞপ্তি জারি করা হয়নি।

প্রসঙ্গত উল্লেখ্য, আজ দল ছাড়ার আগে দলের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক ব্যক্ত করেছেন তিনি। তিনি লিখেছেন আগের মতোই আগামী দিনেও এই ক্লাবের এক উৎসাহী সমর্থক এবং সদস্য হিসেবে থাকতে চলেছেন তিনি। এমনকি যারা তাঁর ওপর ভরসা করেছেন এবং আস্থা রেখে গিয়েছেন তাঁদেরকেও ধন্যবাদ জানিয়েছেন সৃঞ্জয় বসু। এমনকি সময়ে অসময়ে ক্লাবের পাশে দাঁড়ানোর জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও হার্দিক ধন্যবাদ জানিয়েছেন তিনি।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

রাজ্যে ফের বাড়ল লকডাউনের মেয়াদ ? । এম ভারত নিউজ

বিশ্বব্যাপী এবার মাথাব্যথার কারণ হয়ে দাঁড়াল করোনার নয়া ভেরিয়েন্ট ওমিক্রন। জানা যাচ্ছে এবার রীতিমতো ওমিক্রন নামক এই ভ্যারিয়েন্টের আতঙ্কের জেরেই লকডাউন ঘোষণা করা হল রাজ্যে। জানা যাচ্ছে আগামী ১৫ ডিসেম্বর পর্যন্ত বিধি-নিষেধ বহাল থাকতে চলেছে রাজ্যে । সেক্ষেত্রে রাত ১১ টা থেকে ভোর ৫ টা পর্যন্ত নৈশ্য কারফিউ জারি থাকতে […]

Subscribe US Now

error: Content Protected