শহর কলকাতায় ফের ধর্ষণের অভিযোগ। এবার রাজারহাটের বৈদিক ভিলেজে এক তরুণীকে গনধর্ষণের অভিযোগ উঠল। ওই রিসর্টটিতে একটি জন্মদিনের পার্টি চলছিল। সেখানেই বেশ কয়েকজন যুবক মেয়েটিকে ধর্ষণ করে। অভিযুক্তদের গ্রেফতার করা হয়ছে। আজ রাজারহাট থানায় তাদের জেরা করার পর বারাসাত আদালতে হাজির করা হবে বলে জানিয়েছে পুলিশ। পুলিশ সূত্র থেকে জানা গিয়েছে, ওই তরুনীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। অবস্থা খুবই আশঙ্কাজনক তার। এ দিন মেয়েটিকে প্রথমে মাদক খাওয়ানো হয়। তারপর ৪ জন যুবক মিলে তাকে ধর্ষণ করে। ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে ।
সূত্র থেকে আরও জানা গিয়েছে যে, যারা এই জন্মদিনের পার্টিতে গিয়েছিলেন তাদের কোনো সঠিক তথ্য নেই রিসর্টের মালিকের কাছে। তাই এই ধর্ষণ কাণ্ডের পিছনে রিসর্টটির হাত কতখানি আছে সে ব্যাপারেও খতিয়ে দেখছে পুলিশ। খুব শীঘ্রই বৈদিক ভিলেজের সিসিটিভির ফুটেজ খতিয়ে দেখবে পুলিশ।