0
0
Read Time:1 Minute, 6 Second
করোনা সংক্রমণ ফের ঊর্ধ্বমুখী সারা দেশে । এই অবস্থায় রং খেলা যাবেনা । এমনটাই ঘোষণা করল গুজরাট সরকার । আজ রবিবার এক বিবৃততে গুজরাটের উপ মুখ্যমন্ত্রী নীতিন প্যাটেল এমনই জানালেন । ২৯ শে মার্চ হোলি আর তার আগের দিন ‘হোলিকা দহন’ তবে এ-বছর দুটোর কোনটাই পালন করা যাবেনা সে রাজ্যে । বর্তমান করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে সংক্রমণ ঠেকাতেই এই সিদ্ধান্ত নিয়েছে গুজরাট সরকার । রাজ্যের কোনও প্রান্তেই যাতে হোলি খেলা না হয়, তার ব্যবস্থা করা হবে বলে জানানো হয়েছে । রাজ্য সরকার জানিয়েছে হোলি খেলার কোনও অনুমতি দেওয়া হবে না। যারা এই নিষেধাজ্ঞা মানবেন না, তাঁদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেবে সরকার।