নিজস্ব সংবাদদাতা, পূর্ব মেদিনীপুর : ভোটের আগেই একাধিক দাবি দাবা নিয়ে এবার ধর্নায় বসলো পূর্ণপ্রশিক্ষিত D.El.ED প্রার্থীরা, তাঁদের দাবি অবিলম্বে সরকারকে প্রতিশ্রুতি দিতে হবে চাকরির কারণ শিক্ষামন্ত্রীর নির্দেশ অনুসারে রাজ্য থেকে জেলার সমস্ত স্তরে সব মিলিয়ে মোট ১৬৫০০ প্রাথমিক শিক্ষক নিয়োগ করা হবে । কিন্তু তাঁর জন্য চাই D.El.ED প্রশিক্ষিত কিন্তু, সেই বিষয় নিয়ে প্রশিক্ষিত হওয়ার পরও নিয়োগ হচ্ছে না, সেই কারণেই ভোটের আগে এই সিদ্ধান্ত নিলেন সমস্ত প্রশিক্ষিত প্রার্থীরা। আজ তাঁদের কর্মসূচি অনুসারে সেখানে অবস্থান বিক্ষোভের কথাই তুলে ধরলেন এক প্রশিক্ষিত প্রার্থী।
বঙ্গ নির্বাচন ২০২১ যত এগিয়ে আসছে চারিদিকের পরিস্থিতি তত লাগামছাড়া হচ্ছে । কোথাও উন্নয়নের জোয়ারে মাঠের মাঝে বোমা পাওয়া যাচ্ছে কোথাও আবার প্রকৃত শিক্ষিতরাই রাস্তায় বসেছেন ধর্ণা দিতে ।
হ্যাঁ , বুধবার পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রাম বাস স্ট্যান্ডের সামনে ধর্নায় বসে সমস্ত প্রার্থীরা, তাঁদের দাবি অবিলম্বে রাজ্য প্রশাসনকে তাদের চাকরির বিষয়ে আশ্বস্ত করতে হবে, তবে এই দাবি গুলি যদি মানা না হয় তাহলে ভোটবাক্সে ফল বোঝানো হবে এমনটাই হুঁশিয়ারি দিলেন ছাত্ররা, শুধু তাই নয় আগামী দিনে বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি দিলেন সমস্ত প্রশিক্ষিত প্রার্থীরা। এরই মধ্যে একজনের সঙ্গে কথা বলে জানতে পারে গেছে বেশিরভাগ ছাত্র ছাত্রীরা নিম্ন মধ্যবিত্ত পরিবার থেকে আগত । এই চাকরি পাওয়ার বিজ্ঞপ্তি দেখার পরেই আশার আলো দেখেছিলেন তাঁরা কিন্তু তাঁর বাস্তবায়ন না হওয়ায় আত্মহননের পথ বেছে নেন তিনজন প্রার্থী।