কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন গতকাল তার একটি বক্তব্যের মধ্য দিয়ে জানিয়েছেন আগামী মার্চ মাসের শুরুতেই, শুরু হতে চলেছ পঞ্চাশোর্ধ ব্যক্তিদের টিকাকরণ। পাশাপাশি তিনি আরও বলেছেন কেন্দ্রের তরফ থেকে আরও সাতটি নতুন ধরনের ভ্যাকসিন এর উপর কাজ চলছে। করোনা আবহে যারা ডাক্তারদের সাথে পায়ে পা মিলিয়ে ফ্রন্টলাইন ওয়ার্কার হিসেবে কাজ করেছিলেন তাদের টিকাকরণের পাশাপাশি শুরু হতে চলেছে দেশের অন্যান্য নাগরিকদের টিকাকরণ।
পরবর্তীতে খোলা বাজারে ভ্যাকসিন ছাড়ার ক্ষেত্রে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন জানান যে এই মুহূর্তে কেন্দ্রের তরফ থেকে সে ধরনের কোনো পরিকল্পনা নেই। পাশাপাশি তিনি আরও বলেন যে বর্তমানে আমরা কেবল মাত্র দুটি ভ্যাকসিন এর উপরেই নির্ভরশীল নয় পাশাপাশি আরো সাতটি স্বয়ংক্রিয় ভ্যাকসিন এর উপর কাজ করে চলেছে ভারতের বৈজ্ঞানিকরা। তার মধ্যে তিনটি ভ্যাকসিনের ট্রায়াল’ চলছে ।