তিনটি শৃঙ্গ জয় করে বিশ্ব রেকর্ড গোয়ার নাবালিকার! এম ভারত নিউজ

admin

পাশাপাশি গোটা কর্মসূচি অর্থাৎ বেসক্যাম্প থেকে বেসক্যাম্প পর্যন্ত মোট সময় লেগেছে ৬২.৫ ঘণ্টা

0 0
Read Time:2 Minute, 31 Second

মাত্র ১২ বছর বয়সে ৬ হাজার মিটার শৃঙ্গ জয় করে রেকর্ড নাবালিকার। গোয়ার গুঞ্জনপঙ্কজ প্রভু নাভরেকর ৬২ ঘণ্টায় লাদাখের মারখা ভ্যালির ৬ হাজার মিটারের তিনটি শৃঙ্গ জয় করে বিশ্ব রেকর্ড গড়ল। গুঞ্জনের সাফল্যে খুশি তার পরিবার। গুঞ্জনের পরবর্তী লক্ষ্য মাউন্ট এভারেস্ট জয়। গোয়ার জ্ঞান বিকাশ স্কুলের অষ্টম শ্রেণির ছাত্রী গুঞ্জন। ছোট থেকেই তার পর্বতারোহণের ইচ্ছে। সেই ইচ্ছে থেকেই এবার বিশ্ব রেকর্ড গুঞ্জনের।

লাদাখের তিনটি শৃঙ্গ মাউন্ট ক্যাং ইয়াৎসে-২ (৬২৫ মিটার), মাউন্ট রেপোনি মাল্লারি-১ (৬০৯৭ মিটার) এবং মাউন্ট রেপোনি-২ (৬১১৩ মিটার) সফলভাবে জয় করে সে। তার এই শৃঙ্গ জয় করতে ৪৯ ঘণ্টা সময় লেগেছে। পাশাপাশি গোটা কর্মসূচি অর্থাৎ বেসক্যাম্প থেকে বেসক্যাম্প পর্যন্ত মোট সময় লেগেছে ৬২.৫ ঘণ্টা। যা গোটা বিশ্বে একটি নতুন রেকর্ড। সাংবাদিকদের মুখোমুখি হয়ে গুঞ্জন জানায়, ‘৭ টি মহাদেশের উচ্চতম চূড়াগুলি সে জয় করতে চায়। এবং যার মধ্যে শুধু ৩ টি বাকি আছে।’ এছাড়া ছত্তিশগড়ে মহিলা ও শিশুদের জন্য কিছু করতে চায় সে বলেও জানায় গুঞ্জন।

গুঞ্জন আরও জানায়, ‘ট্রেকের সময় আবহাওয়ার পরিস্থিতি খুব খারাপ ছিল। আমরা আশা করেছিলাম আকাশ পরিস্কার থাকবে এবং কোনও স্নোফল হবে না। কিন্তু তারপরেও অত্যাধিক স্নোফলের কারণে হাঁটতে খুব সমস্যায় পড়তে হয়। এর ফলে হাঁটু পর্যন্ত বরফের নীচে চলে যায়। যার ফলে হাঁটতে সমস্যা হয়েছিল এবং আমরা খুব ক্লান্ত হয়ে যাই। তাছাড়া আহত হওয়ার আশঙ্কাও থেকে যায়। তবে আমাদের মধ্যে কেউ আহত হয়নি।’ তার এই সাফল্যে সভাবতই গর্বিত গোটা দেশ।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

গুরুতর অসুস্থ বুদ্ধদেব ভট্টাচার্য, চিকিৎসায় মেডিক্যাল বোর্ড। এম ভারত নিউজ

অ্যাম্বুল্যান্সেই তাঁকে বাইপ্যাপ সাপোর্ট দেওয়া হয়েছে

Subscribe US Now

error: Content Protected