নেইমারের গোলে বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে ব্রাজিল । এম ভারত নিউজ

user
0 0
Read Time:1 Minute, 57 Second

পেরুকে অনায়াসে হারিয়ে বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করে নিল ব্রাজিল। বৃহস্পতিবার রাতে ২-০ গোলে জিতেছে ব্রাজিল। যোগ্যতা অর্জন পর্বের ৮টি ম্যাচই জিতেছে দল। প্রথমার্ধেই দু’টি গোল করে পেরুকে চাপে ফেলে ব্রাজিল। ম্যাচের প্রথম ১৫ মিনিটেই সেলেকাওদেরকে বল এগিয়ে দেন এভার্টন রিবেইরো। এরপরেই স্কোরবোর্ডের সংখ্যা হয় ১-০। পেরুর বিরুদ্ধে দ্বিতীয় গোলটিও এভার্টনই পেতে পারতেন। কিন্তু বিপক্ষ পেরুর গোলকিপার তাঁর শট বাঁচিয়ে দেওয়ার গোল করেন নেইমার জুনিয়র।

কোভিড বিধির কারণে ইংলিশ প্রিমিয়ার লিগে অংশগ্রহণকারী ব্রাজিলের প্রথম দলের ৯ জন খেলোয়াড় এই যোগ্যতা অর্জন পর্বে খেলতে পারেননি। কিন্তু এ সত্ত্বেও নিজের ঘরের মাঠে অনায়াসেই পরপর ২টি ম্যাচ জিতে ফেলেছে ব্রাজিল।ম্যাচের শেষে ক্যামেরার মুখোমুখি হয়ে অধিনায়ক কাসেমিরো বলেন, “তিনটি ম্যাচেই একাধিক ফুটবলারকে পাইনি আমরা। কিন্তু বাকিদের সামনে সুযোগ এসে গিয়েছিল নিজেদের প্রমাণ করার। সেটা ওরা করেছে। আমরা সঠিক পথেই রয়েছি। টানা আটটি ম্যাচে জিতেছি। অঙ্কের হিসেবে যদিও এখনও যোগ্যতা অর্জন করিনি, কিন্তু বিশ্বকাপের ব্যাপারে ভাবনাচিন্তা শুরু হয়ে গিয়েছে।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

বাঁকুড়ায় দিনে দুপুরে ছিনতাই । এম ভারত নিউজ

দিনে দুপুরে ফের ছিনতাইয়ের ঘটনা ঘটলো বাঁকুড়ার মহকুমা শহর খাতড়ায়। শুক্রবার দুপুর দু’টো নাগাদ খাতড়া শহরের এল.আই.সি অফিসে ঢোকার মুখে গৌতম মহন্ত নামের এক ব্যক্তির হাত থেকে ব্যাগ ছিনতাই করে চম্পট দেয় দুই ছিনতাইবাজ। ব্যাগে ছিলো নগদ এক লক্ষ টাকা ও ব্যাঙ্কের চেক বই। সূত্রের খবর, খাতড়া শহরের পাম্প মোড় […]
News_1274

Subscribe US Now

error: Content Protected