দেশজুড়ে হু হু করে করোনা বাড়ছে| আক্রান্ত হচ্ছেন চেনামুখ রা| কিন্তু তা সত্ত্বেও রাজনৈতিক মিটিং, মিছিল পুরোদমে চলছে| এবার করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হল সামশেরগঞ্জের কংগ্রেস প্রার্থী রেজাউল হক ওরফে মন্টু বিশ্বাসের। বুধবার রাতেই তাঁকে চিকিৎসার জন্য জঙ্গিপুর থেকে কলকাতায় নিয়ে আসা হয়। তারপর দিন অর্থাৎ বৃহস্পতিবার সকালে তাঁর মৃত্যু হয়। সূত্রের খবর,গত দু’দিন থেকেই রেজাউল খুব অসুস্থ ছিলেন। তারপর তার করোনা পরীক্ষা করাও হয়। বুধবার রিপোর্ট আসে, এবং রিপোর্ট পজিটিভ দেখায় অর্থাৎ তিনি করোনা আক্রান্ত। তাই চিকিৎসার জন্য প্রথমে তাকে জঙ্গিপুরের বসুমতী হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু অবস্থা ক্রমশই খারাপ হতে থাকে, তাই রেজাউলকে কলকাতায় রেফার করেন চিকিৎসকেরা। বুধবার রাতেই তাকে জঙ্গিপুর থেকে কলকাতায় নিয়ে আসা হয়। বাইপাসের ধারের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। এবং সেখানেই বৃহস্পতিবার সকাল ৫টা নাগাদ মৃত্যু হয় তাঁর।
বুধবার অসুস্থ রেজাউলকে দেখতে হাসপাতালে যান জঙ্গিপুর লোকসভার তৃণমূল সাংসদ খলিলুর রহমান-সহ অনেক নেতা-কর্মী।সুতরাং, একের পর এক মৃত্যু ক্রমশই ভয় সৃষ্টি করছে|বাঁচতে হলে আরও সতর্ক থাকতে হবে, জমায়েত এড়াতে হবে, মাস্ক, স্যানিটাইজার ব্যবহার করতে হবে, তবেই করোনা মুক্ত হবে ভারত নচেৎ মরক লেগে থাকবে!
করোনায় প্রাণ গেল কংগ্রেস প্রার্থী রেজাউল হকের| এম ভারত নিউজ
Read Time:2 Minute, 6 Second