বিদ্যুৎ ও জলের বকেয়া বিল মুকুব করল পাঞ্জাব সরকার। এম ভারত নিউজ

admin
0 0
Read Time:2 Minute, 39 Second

সামনেই পাঞ্জাব বিধানসভা নির্বাচন। আর তার আগেই বড় ঘোষণা করলেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী চরণজিৎ সিং চন্নি। জানা যাচ্ছে আগামী দিনে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী নেতৃত্বাধীন শহর এবং গ্রামাঞ্চল গুলিতে জলের বকেয়া বিল এবং বৈদ্যুতিক বিল মুকুব করার সিদ্ধান্ত নিল সরকার। গতকাল এই বিষয়ে মুখ্যমন্ত্রীর সভাপতিত্বে একটি বৈঠক করা হয়েছিল, এবং সেই বৈঠকেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জানা যাচ্ছে এর ফলে রাজ্যের উপর প্রায় ১৮০০ কোটি টাকার অতিরিক্ত আর্থিক খরচ যুক্ত হতে চলেছে।

প্রসঙ্গত উল্লেখ্য ,সামনেই পাঞ্জাব বিধানসভা নির্বাচন, আর তার আগেই এই বড় ঘোষণা করেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী। এই প্রসঙ্গে চরণজিৎ সিং বলেন, “ইতিমধ্যেই আমরা শহরের প্রত্যেকটি অংশের বকেয়া জলের বিল মুকুব করেছি।” সেক্ষেত্রে মোট ঋণের পরিমাণ প্রায় ৭০০ কোটির কাছাকাছি ছিল বলেই জানা যাচ্ছে। এই প্রসঙ্গে তিনি আরও জানান পূর্বে দেওয়া প্রতিশ্রুতি রেখেছে পাঞ্জাব সরকার। আগের থেকেই জানানো হয়েছিল জল এবং বৈদুতিক বিলের বকেয়া অর্থ মুকুব করে দেওয়া হবে। আর সেই কথাই রাখা হয়েছে।এই প্রসঙ্গে সরকারের তরফে প্রকাশিত বিবৃতিতে জানানো হয়েছে, “পঞ্চায়েত এবং গ্রাম অঞ্চলগুলিতে জল সরবরাহ সম্পর্কিত বিল মুলতবি রয়েছে। তবে গ্রামবাসীদের স্বস্তি দেওয়ার জন্য বর্তমানে তাদের বকেয়া বিলের ১১৬৮ কোটি টাকা মুকুব করা হচ্ছে।” এই প্রসঙ্গে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী টুইট করে জানান, ” “পূর্বে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী বকেয়া বিদ্যুৎ বিল মুকুব করা শুরু হয়েছে।শুধু তাই নয় ২ কিলোওয়াট লোড সহ সমস্ত বিদ্যুৎ ব্যবহারকারীদের বকেয়া মুকুবের প্রস্তাব গ্রহণ করা হয়েছে ইতিমধ্যেই।”

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

নিরাপত্তা বৃদ্ধি আরিয়ান খানের। এম ভারত নিউজ

নিরাপত্তা বৃদ্ধি করা হল আরিয়ান খানকে।বর্তমানে মুম্বাইয়ের আর্থার রোডের জেলে বন্দী রয়েছে শাহরুখপুত্র আরিয়ান খান। ইতিমধ্যেই রিমান্ড শেষ হয়েছে আরিয়ান খানের। বর্তমানে বিচারবিভাগীয় হেফাজতে পাঠানো হয়েছে তাঁকে। বর্তমানে কারাগারে পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে সমস্যায় পড়তে হচ্ছিল আরিয়ান খানকে। আর সেই কারণেই তাঁর খাবার এবং শারীরিক সমস্যার বিষয় নিয়ে চিন্তিত জেলের […]

Subscribe US Now

error: Content Protected