0
0
Read Time:1 Minute, 12 Second
এবার অনুব্রত মন্ডলের যাবতীয় পরিচয় পত্র তলব করল সিবিআই । পাসপোর্ট, আধার কার্ড, প্যান কার্ড, ভোটার কার্ডের মতো বিভিন্ন নথি চেয়েছে তদন্তকারী সংস্থা । যদিও অনুব্রতর পাসপোর্ট নেই বলেই জানানো হয়েছে । পাশাপাশি, অনুব্রত মণ্ডল কোনওভাবে বিদেশ গেলে সঙ্গে সঙ্গে যাতে তাদের জানানো হয়, এয়ারপোর্ট অথোরিটি অফ ইন্ডিয়াকে সেই বার্তাও দিয়ে রেখেছে সিবিআই ৷ অনুব্রত মণ্ডলের সত্যিই পাসপোর্ট আছে কি না, তা জানতে আঞ্চলিক পাসপোর্ট অফিসের সঙ্গেও যোগাযোগ করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ৷ উল্লেখ্য গরু পাচার মামলায় সিবিআই-এর তরফে বার বার অনুব্রতকে তল্ব করা হলেও তিনি এখনও পর্যন্ত হাজিরা দিয়ে উঠতে পারেননি । আর সেই কারণেই এই জরুরি নতি তলব করা হয়েছে বলে খবর ।