করোণার দ্বিতীয় ঢেউয়ের আঘাতে হু হু করে বাড়ছে করোণা আক্রান্তের সংখ্যা। এবার করোণার এই ঢেউকে প্রতিহত করতেই নতুন সিদ্ধান্ত বাংলার স্বাস্থ্য পরিসেবা নিয়ে। সোমবার রাজ্যের সমস্ত বেসরকারি হাসপাতালগুলির সাথে বৈঠক হয় রাজ্য সরকারের। সূত্রের খবর জরুরি নয় এমন সমস্ত অস্ত্রোপচার স্থগিত করা হয়েছে আগামী ২১শে এপ্রিল থেকে ১৫দিনের জন্য। গত বছরের চেয়েও এবছর বাড়ানো হবে ২৫-৩০% বেড। এমনকি ওপিডিও হাসপাতালের বাইরে কোথাও করার প্রস্তাব দেওয়া হয়েছে।
করোণা ঝড়ে প্রতিনিয়ত আরো সাংঘাতিক রূপ নিচ্ছে বাংলার পরিস্থিতি। এই মুহূর্তে রাজ্যে অ্যাক্টিভ কেসের সংখ্যা ৫৩ হাজার ৪১৮। গত ২৪ ঘণ্টায় করোনাকে হারিয়ে সুস্থ হয়েছেন ৪ হাজার ৬০৮ জন। রাজ্যে করোনায় সুস্থতার হার ৯০.৪২ শতাংশ। কলকাতার পরিস্থিতি সবচেয়ে উদ্বেগজনক। কলকাতায় মোট অ্যাক্টিভ কেসের সংখ্যা ১৪ হাজার ৭৮০।
এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাংবাদিক সম্মেলনে সবাইকে আতঙ্কিত না হয়ে ভরসা রাখার অনুরোধ জানান। পরিস্থিতি মোকাবিলায় তৈরি আছে রাজ্য এমনটাই জানিয়েছেন তিনি।