তৃণমূলের ঘর ভাঙলেন অধীর? কংগ্রেসে যোগ ফিরহাদের জামাইয়ের। এম ভারত নিউজ

admin

তবে জামাইয়ের দলবদলের বিষয়টি গুরুত্ব দিচ্ছেন না শ্বশুর। সঙ্গে-সঙ্গে সাফ জানালেন ফিরহাদ হাকিমের আত্মীয় এটা কোনও পরিচয়ই নয়

0 0
Read Time:2 Minute, 34 Second

তৃণমূল ছাড়লেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিমের জামাই ইয়াসির হায়দর। যোগ দিলেন কংগ্রেসে। শনিবার প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরীর উপস্থিতিতে তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগদান করতে দেখা গেল ইয়াসির হায়দরকে। আর কংগ্রেসে যোগদানের পরই প্রাক্তন দলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন তিনি। সাংবাদিক বৈঠকে অধীর রঞ্জনের পাশে বসে তিনি বললেন, “আমি আগে যে দলে ছিলাম, সেখানে কাজ করার সুযোগ পাচ্ছিলাম না।” সঙ্গে আরও জানালেন, “তৃণমূলে যেমন দেখেন আপনারা তোলাবাজি-দুর্নীতি, এই কোনও কিছুর সঙ্গেই আমি যুক্ত ছিলাম না। আমি আমার সবটুকু দিয়ে কাজ করছিলাম। কিন্তু ২০১৯ কেন আমায় প্রার্থী করা হল না বুঝতে পারলাম না। উচ্চ-নেতৃত্বকে জানিয়েও কোনও লাভ হল না।”

ইয়াসির এদিন বলেন, তিনি রাজনীতিতে এসেছেন যাতে মানুষের সেবা করতে পারেন। সেটাই করতে পারছেন না। আজ ইয়াসিরের হাতে দলীয় পতাকা তুলে দেন অধীর চৌধুরী। উল্লেখ্য, এর আগে ২০২১ সালে টিকিট না পেয়ে ক্ষোভ উগরে দিয়েছিলেন ফিরহাদের জামাই। সামাজিক মাধ্যমে তৃণমূলের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দেন তিনি। লেখেন, “যারা দিন রাত দলের কাজ করে তাদের কেউ পাত্তা দেয় না। টিকিট নিয়ে যায় সেলিব্রিটিরা।”

তবে জামাইয়ের দলবদল গুরুত্ব দিচ্ছেন না শ্বশুর। সঙ্গে-সঙ্গে সাফ জানালেন ফিরহাদ হাকিমের আত্মীয় এটা কোনও পরিচয়ই নয়। এরা আগাছা। পরজীবী। তিনি বলেন, “আমার মনে হয় এবার কংগ্রেস দলটাই উঠে যাবে। যাঁরা আত্মীয়স্বজন নিয়ে কারবার করেন, তাঁরা দল করেন না। যদি কেউ নেতা হন, তখন কি তাঁর পরিচয় হতে পারে তিনি ফিরহাদ হাকিমের লোক? এরা হল আগাছা-পরজীবী।”

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

যাদবপুর পেল নতুন উপাচার্য, দায়িত্ব পেয়ে কী বলছেন বুদ্ধদেব সাউ? এম ভারত নিউজ

মতামত প্রকাশ করলেন বিশ্ববিদ্যালয়ের হস্টেল ব্যবস্থা নিয়ে

You May Like

Subscribe US Now

error: Content Protected