নির্বাচনী প্রচারে নন্দীগ্রামে গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, মনোনয়নপত্র জমা দেওয়ার কথা ছিল সেই দিনই। সব কর্মসূচি শেষে কলকাতায় ফিরে আসার কথা ছিল সেই দিন রাত্রেই, হঠাৎই কর্মসূচির পরিবর্তন করে থেকে গেলেন সেখানে, তারপর সেখানকার মানুষের সাথে গাড়ির ভেতরে বসেই সরাসরি কথা বলছিলেন তিনি গাড়ির দরজা খোলা ছিল, হঠাৎই একটি চাপ অনুভব করেন তিনি পরবর্তীতে তীব্র যন্ত্রনার সাথে হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে । ডাক্তারদের তরফ থেকে জানানো হয়েছে , বাঁ পায়ের গোড়ালিতে হাড়ে চিড় ধরেছে তাঁর।
তৃণমূল কংগ্রেস সূত্রে ইতিমধ্যেই খবর দেওয়া হয়েছে যে, আগামী ৪৮ ঘণ্টার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের সব নির্বাচনী কর্মসূচি স্থগিত রাখা হল। হাসপাতাল সূত্রে জানানো হয়েছে মুখ্যমন্ত্রী সম্পূর্ণভাবে সুস্থ হতে সময় লাগবে বেশ কিছুদিন, আগামী ৬ থেকে ৭ সপ্তাহ পর্যন্ত তার বিশ্রামের প্রয়োজন বলে জানাচ্ছেন ডাক্তাররা যদিও মুখ্যমন্ত্রী নিজে বলেছিলেন প্রয়োজনে হুইলচেয়ারে যাবেন তিনি, পৌঁছে যাবেন সাধারণ মানুষের কাছে, কর্মসূচিতে কোনো পরিবর্তন আসবে না। এমন কি ভোটের প্রচারে কোন খামতি থাকবে না বলে। যদিও তা আদৌ কতটা বাস্তবায়িত হয় সেটাই এখন দেখার বিষয়।
মুখ্যমন্ত্রী চিকিৎসার জন্য ছয় সদস্যের একটি বিশেষ দল বানানো হয়েছে, যারা সদাতৎপর ভাবে হাসপাতালে তাঁর চিকিৎসায় যথাযোগ্য ভূমিকা পালন করে চলেছেন। নন্দীগ্রামের ভোটের সম্প্রচারে গিয়ে আক্রান্ত হন তিনি। বর্তমানে কলকাতার এসএসকেএম হাসপাতালে ভর্তি আছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।