মুখ্যমন্ত্রীর আগেই কেন্দ্রের দ্বারস্থ রাজ্যের বিরোধি দলনেতা । পশ্চিমবঙ্গে যেন রাজনৈতিক খেলা চলছে । ভোট পর্ব মিটলেও ভোট পরবর্তী হিংসা মেটেনি এখনও । তৃণমূল-বিজেপি সংঘর্ষে নাজেহাল গোটা রাজ্য । এরই মধ্যে ফের বাড়ল উদ্বেগ । মমতার আগেই কেন্দ্রীয় নেতার সঙ্গে শুভেন্দুর সাক্ষাৎকে ঘিরে তৈরী হল রাজনৈতিক জল্পনা । এই মুহূর্তে দিল্লিতে রয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । জানা গেছে, আগামী দু-এক দিনের মধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করার পাশাপাশি রাষ্ট্রপতির সঙ্গেও সাক্ষাৎ করতে পারেন তিনি । এমনকি বেশ কয়েকজন বিরোধী নেতার সঙ্গেও দেখা হওয়ার কথা রয়েছে মমতার । কিন্তু মুখ্যমত্রীর এই কর্মসূচীর আগেই রাজ্যের বিরোধি দলনেতা শুভেন্দু অধিকারি পৌঁছে গিয়েছেন দিল্লিতে ।

এই নিয়ে নির্বাচনের পর মোট তিনবার রাজধানীতে গেলেন তিনি । এর আগে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করলেও এবারে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গেই এখনও পর্যন্ত সাক্ষাৎ সেরেছেন তিনি । আজ শুক্রবার সংসদে গিয়েই স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করেছেন তিনি । শুভেন্দু সংবাদমাধ্যমে জানিয়েছেন- “বাংলায় এখনও ভোট পরবর্তী হিংসা চলছে। পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক। স্বরাষ্ট্রমন্ত্রীকে সবটা জানিয়েছি। বিষয়টি উনি দেখছেন। এ ছাড়াও বাংলার আরও কিছু বিষয় নিয়ে আলোচনা হয়েছে। তবে সেসব সংবাদমাধ্যমে বলতে পারব না।” শুভেন্দুর তড়িঘড়ি দিল্লি যাওয়ার এই ঘটনা সভাবতই চাঞ্চল্য তৈরী করেছে তৃণমূল মহলে ।