শিক্ষাক্ষেত্রে অরাজকতার অভিযোগ! রাজ্যপালকে হুঁশিয়ারি দিয়ে ধর্নায় উপাচার্যরা। এম ভারত নিউজ

admin

জানা গেছিল প্রত্যেক বিশ্ববিদ্যালয়ের নিবন্ধকদের সঙ্গে আলাদা করে কথা বলবেন বলে তাঁদের ডেকে পাঠিয়েছিলেন

0 0
Read Time:2 Minute, 29 Second

রাজ্যের শিক্ষাব্যবস্থায় অন্যায় হস্তক্ষেপ করছেন রাজ্যপাল! এমনই অভিযোগ মুখ্যমন্ত্রীর। রাজ্যে উপাচার্য-বিতর্ক চলছে বহুদিন ধরেই। রাজ্য শিক্ষা দপ্তর একদিকে আর আচার্য আরেক দিকে। এর মাঝে পড়ে রীতিমত হিমশিম খাচ্ছেন রাজ্যের বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এমনকি নিবন্ধকও। জানা গেছিল প্রত্যেক বিশ্ববিদ্যালয়ের নিবন্ধকদের সঙ্গে আলাদা করে কথা বলবেন বলে তাঁদের ডেকে পাঠিয়েছেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। তবে অন্যদিকে নিবন্ধকদের না যাওয়ার নির্দেশ দেন রাজ্যের রাজ্যপাল তথা আচার্য আনন্দ বোস। কোন দিকে যাবেন সেই সিদ্ধান্ত না নিতে পেরে ইতিমধ্যেই রাজ্যের এক উপাচার্য পদত্যাগ করেছেন।

এখানেই শেষ নয়- রাজ্যপাল রাজ্যের শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করছেন এমন অভিযোগ এনেই ধর্নায় বসার হুঁশিয়ারি দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাতে পালটা রাজ্যপাল জানিয়েছেন, ‘এর শেষ দেখে ছাড়ব, বাইরে কেন রাজভবনের ভেতরে এসে ধর্না দিক’। তবে আপাতত আগামিকাল অর্থাৎ শুক্রবার সকাল ১১টায় রাজভবনের সামনে ধর্নায় বসতে চলেছেন তৃণমূলপন্থী উপাচার্যরা। জানা গিয়েছে, রাজভবনের নর্থ গেটের বিপরীতে নিঃশব্দ প্রতিবাদে বসবেন তৃণমূলপন্থী উপাচার্য এবং বিশিষ্ট শিক্ষাবিদরাও। রাজ্য সরকারকে অবমাননা করছেন রাজ্যপাল, বিশ্ববিদ্যালয় সংক্রান্ত একাধিক গুরুত্বপূর্ণ বিলে সই করছেন না তিনি, শিক্ষাক্ষেত্রে যা খুশি তাই করছেন রাজ্যপাল! এমনই অভিযোগ তাঁদের। আর এই অভিযোগের ভিত্তিতেই আগামকাল ধর্নায় বসছেন উপাচার্যের একাংশ।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

ধূপগুড়িতে বড় হার বিজেপির, সবুজ শিবিরে উল্লাস! এম ভারত নিউজ

লোকসভা নির্বাচনের আগে ধুপগুড়ির উপনির্বাচনকে রীতিমত পাখির চোখ করে দুই দলের মাথা

Subscribe US Now

error: Content Protected